আমি হেমিংওয়ের কোড হিরো
শান্তিয়াগোর মতো সমুদ্রাভিযানে পারঙ্গম
দুঃসাহসীক অভিযাত্রী নিশ্চিত মৃত্যুর কোলে
অসম্ভব সংগ্রামে রাক্ষুসী তিমির চোঁয়ালে
অনায়াসে নিয়ন্ত্রণ করি জয়ের হারপুনে।
আমি হিটলার
ভয়ংকর ত্রাস পৃথিবী কাঁপানো ভীষণ বিভীষিকা
নাগাসাকি হিরোসিমা বিপন্ন মানবতা
নীল রক্তের জারজ সন্তান।
আমি শরত' বাবুর ইন্দ্রনাথ
গভীর রাতে ডাকিনী সঙ্গমে নির্ভয়
বিড়াল দৃষ্টি অন্ধকার তটিনী বিহারে
সপ্তডিঙ্গা মধুকর ভাসাই উত্তাল তরঙ্গে।
আমি মীরজাফর
বিশ্বাসঘাতক আপাদ মস্তক
কুখ্যাত ইতিহাস সবিস্ময়ে ক্লেদাক্ত ক্ষত
চিরদিন ঘৃণা আর অবজ্ঞার লাশ।
আমি নেপোলিয়ন দুরন্ত ছুটে চলা
আল্পসের উচ্চ কঠিন প্রাচীর তুচ্ছ
আমি আলেকজান্ডার,হ্যানিবল,শার্লিম্যান
জয়ের বরমাল্য পদানত।
আমি আইয়ুব ইয়াহিয়া
রন্ধ্রে রন্ধ্রে ঔপনিবেশিক স্বৈরাচার
নিষ্পেষণ নির্যাতন হত্যা বলাত'কার।
আমি খালিদ দুর্বার মরু বেদুঈন
শাণিত তরবারি বিনাশে অসভ্য
প্রকম্পিত মিথ্যার বালিয়াড়ি
উড়ে যায় লু হাওয়ায়।
আমি সুইডেন
মুরগী পিচ্চি শিকদার দাউদ গুয়েভারা আর লাদেন
বিপ্লব সন্ত্রাসে যুদ্ধ শান্তি অশান্তির প্রতিক।
আমি কি? কী আমি?
আমি মানুষ?নাকি জানোয়ার?নাকি ইশ্বর?
নাকি কিছুই না?
সবগুলো প্রশ্ন একত্রে
গূঢ় রহস্য ভেদ করে মানব জমিন।
বহুরুপী,শূন্যতা,দুর্বেধ্য
শয়তান,ইনসান,স্রষ্টা
অভিন্ন একক বহুমাত্রিক।
আস্তিক নাস্তিক পাশাপাশি
মাঝখানে ইশ্বর ভগবান আল্লাহ
জন্ম পরিচয় জানি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।