আমাদের কথা খুঁজে নিন

   

ইশ্বর তোমার কি একটু সময় হবে

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

ইশ্বর তোমার কি একটু সময় হবে মন খুলে দুটো কথা বলার ছিল তুমি কি আজো দুনিয়াটা অবলোকন কর? নাকি অনেক ব্যাস্ত নিজস্ব কোন কাজে ইশ্বর তোমার কি একটু সময় হবে দেখবে কি চোখ মেলে ক্ষুর্ধাত শিশুদের নাকি ওদের মরে যেতে বলব তুমি কি ভুলে গেছ ওদের কথা ইশ্বর তোমার কি একটু সময় হবে আমার কিশোরী বোন কিছু বলতে চায় ওরা কি বাকী জীবনটা কলঙ্ক নিয়ে বেড়াবে জানোয়ারগুলো কি ভেবেছে,তুমি এখন ব্যাস্ত? ইশ্বর তোমার কি একটু সময় হবে প্রাকৃতিক তান্ডবগুলোকে সামলে রাখার নাকি হিসাব করে রাখব কতগুলো লাশ হলো ইশ্বর তোমার কি একটু সময় হবে ব্যাস্ততা থেকে মুখ ফিরিয়ে একটু সময় দেবার আমাদের বিদায়! হয়ত লিখব আবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।