আমাদের কথা খুঁজে নিন

   

ইশ্বর



একটি পাঁচ বছরের ছেলের খুব ইচ্ছা সে একটি সাইকেল কিনবে। তার জন্য সে ১০০ ডলার চেয়ে ইশ্বর কে চিঠি লিখল। ঠিকানা দিল: ইশ্বর আমেরিকা। ইশ্বরের ঠিকানা তো জানা নেই তাই, তাই ডাক বিভাগ সেটি সোজা আমারিকার প্রেসিন্ডের কাছে পাঠিয়ে দিল । প্রেসিডেন্ট বুশ তার ইশ্বর প্রীতির জন্য বিখ্যাত ।

তিনি ছেলেটির ইশ্বরের প্রতি আস্থা থেকে ভারি সন্তুষ্ট হলেন । সেক্রেটারিকে বললেন ছেলেটিকে একটি পাঁচ ডলারের নোট পাঠিয়ে দিতে । ছোট ছেলের পক্ষে ঐ টাকাই যথেষ্ট। ছেলেটি ডাকে টাকা পেয়ে খুব খুশি । ইশ্বরকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখথে বসলো, ইশ্বর টাকার ধন্য অনেক ধন্যবাদ কিন্তু কেন তুমি টাকাটা আমাদের প্রেসিডেন্টের হাত দিয়ে পাঠিয়েছো ? উনি তার থেকে ৯৫ ডলার পকেটস্থ করেছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।