আমাদের কথা খুঁজে নিন

   

আমার ইশ্বর



মাতৃজঠর থেকে জন্মে -- কৃতজ্ঞতায় তোমাকে ডেকেছিলাম কিনা "ইশ্বর" -- মনে পড়ে না। মনে পড়ে, ছোট্ট বেলায় পেচাঁর ডাক শুনে ভয়ে চিৎকার করে ডেকেছিলাম --"ইশ্বর" মূলত: সেই তোমাকে প্রথম ডাক। কৈশোরে বন্ধুদের সাথে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়ে কষ্টে তোমাকে ডেকেছিলাম --"ইশ্বর" যৌবনের শুরুতে ভালোবাসাবাসির প্রথম চুম্বন খেতে খেতেও তোমাকে ভুলিনি, অস্ফুটে ডেকেছিলাম --"ইশ্বর" এরপর আর থামিনি, ভালোবাসায়, প্রতারণায় লজ্জ্বায়, ঘৃণায়, নীরবে-সোচ্চারে তোমাকে ডেকেছি বহুবার-ইশ্বর-ইশ্বর কিন্তু কোথাও পাইনি তোমায়। ইশ্বর, তুমি কোনদিন আমার হলে না।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।