আমাদের কথা খুঁজে নিন

   

তাকেই বলি আমরা BEST FRIEND অর্থাৎ প্রিয়বন্ধু.......

ছিড়ে ফেলি ভিন্নতার ভেড়াজাল,মুক্ত করি মনুষত্ব্যকে।

মানুষ,মানুষের জীবন,সমাজ,বন্ধু ও বন্ধুত্ব এ সবকিছুই যেন একসুতোয় গাঁথা। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় আতিবাহিত হয় সেই সময়টাতে বন্ধু ও বন্ধুত্বের অস্থিত্ব সিংহভাগ। সেটা কারনে অকারনে কিংবা ঈশ্বর প্রদত্ত মানুষের আন্তরিক ভালবাসার কারনে হয়ে থাকে। বন্ধু এমন একটা জিনিস যেটাকে লেখার মাধ্যমে কিংবা নির্দিষ্ট কোন সংজ্ঞার দিয়ে প্রকাশ করা যায় না।

তবে সাধারন অর্থে জীবনের সুখ-দুঃখ সব কিছু ভাগাভাগি ও সময়ে অসময়ে পাশে থাকাকেই বন্ধু বলি আমরা। ইংরেজীতে একটা কথা আছে "Friendship is the rainbow between two hearts,sharing of seven feeling.That mean,Love+Sad+Sorrty+Secreat+Sacrifice+Happy+Truth=Friendship। "জীবনে অনেক ধরনের বন্ধুর আবির্ভাব হয়ে থাকে। ভাল কিংবা খারাপ,সৎ কিংবা অসৎ। যদিও বন্ধুত্বে খারাপ কোন শব্দ নেই।

ভাল হোক আর মন্দ হোক বন্ধু বন্ধুই। তবে একটা বাস্তব সত্য হল দোষে-গুনে মানুষ। এই সব বন্ধুরা আমদের জীবন প্রভাবিত। যে কোন মুহুর্তে এদের বৈশিষ্টগুলো আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে। ইংরেজীতে একটা কথা আছে "Mind is changable" অর্থাৎ মানুষের মন পরিবর্তনশীল।

যে কোন কারনে,যে কোন মুহুর্তে এটা পরিবর্তিত হতে পারে। কারন "মানুষ মরে গেলে পচেঁ যায়,বেচেঁ থাকলে বদলায়,কারনে অকারনে বদলায়"। আবার এমন অনেক বন্ধু আছে যারা নিজের স্বার্থের জন্য বন্ধুকে ভাল্লুকের মুখে নিক্ষেপ করতে দ্বিদা করে না। কবির ভাষায় একটা কথা আছে "বন্ধু তোমার চোখ ভরা লোভ,দু'চোখে স্বার্থ-ঠুলি,নতুবা দেখিতে,তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। "আমাদের জীবনে অনেক বন্ধু আসে।

সেই অসংখ্য বন্ধুর মাঝে একজন থাকে সবার থেকে আলাদা,যাকে আমরা বেশি পছন্দ করি,যার সাথে আমাদের সিংহভাগ সময় কাটে,তাকেই বলি আমরা BEST FRIEND অর্থাৎ প্রিয়বন্ধু। "জয় হোক বন্ধুর,জয় হোক বন্ধুত্বের,জয় হোক প্রিয়বন্ধুর" প্রিয়বন্ধু লিঙ্কঃ এখানে ক্লিক করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.