আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দময় ব্যস্তদিন



কাল জাফনার জন্মদিন ছিল কাজেই সপ্তাহান্তের দুটো দিন কাটলো ঘর গোছানো, ছোটখাট উৎসব, আনন্দের মধ্য দিয়ে। জাফনার জন্মদিন এলেই আমার একটা অদ্ভুত অনুভূতি হয়। কালও হচ্ছিল। আমি শুধু ভাবছিলাম, আমি এমন দিনে মা হয়েছিলাম। আনন্দ আনন্দ আনন্দ চারিদিকে । আমার মেয়েটা পাঁচ পেরিয়ে গেল, গতকাল ছিল ৬ষ্ঠ জন্মদিন। ছুটির দিনে নেটে আসতে পারি না। তাই আজকে ব্লগে লিখলাম। ছবি.............. জাফনা তার জন্মদিনের জন্য ঘর সাজাচ্ছে........ জাফনার সাথে আছে জুডিথ............. জন্মদিনে সে একজন পরী হয়েছিল, আমাকে বলছে মা আমাকে তো প্রিন্সেস এর মতন লাগছে!!!! প্রিন্সেস তার কেকটা আরেক পিচ্চির থাবা থেকে বাচাচ্ছে............ আমি গাইছি হেপী বার্থডে টু ইয়্যু.......... আমন্ত্রিত সব বাঙ্গালী সহকর্মী এবং তাদের পরিবার পরিজন......... সুরঞ্জনা দিদির ব্লগে মোরগ মোসাল্লামের রেসিপি পেয়েছিলাম..........সেই সূত্র ধরে ভুলু আপার রেসিপি...........তাই দিযে খাবারের একটি মেনু মোরগ মোসাল্লাম...........অবশ্য সাথে আরো খাবার ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.