আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপের মুখ



গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি নিষ্পাপ ফুলে কার মমতা থাকে কে এমন রং মেখে দিয়েছে তাকে এইযে বাতাসে তার পাপড়ী দুলে কেপে কেপে নুয়ে পড়ে সুখের কোলে কানে কানে কিছু যেন বলছে কাকে কে এমন রং মেখে দিয়েছে তাকে এতটা পাপফুল এতটা সুখী চিত্তে শান্তিভরা মুগ্ধমুখী ডগমগ ফুটে থাকে পাতার ফাকে কে এমন রং মেখে দিয়েছে তাকে হাত দিয়ে ছুয়ে দেখি গোলাপের মুখ নেই তার বেদনা ও বিরহ অসুখ প্রভুর গোপন প্রেমে বিভোর থাকে কে এমন রং মেখে দিয়েছে তাকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।