যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।
একটি সদ্যজাত গোলাপ,
যে সবেমাত্রকুঁড়ি থেকে পাপড়ি মেলে ফুল হয়েছে,
সে চেয়েছে, ভীষণভাবে চেয়েছে-
আমি তাকে হাতে নিই, তার সি্নগ্ধ শরীরের কোমল পরশে
সত্যের নির্মল আনন্দ উপভোগ করি।
কিন্তু, আমি তাকে ছুঁতে পারিনি।
সে কেদেঁছে, ভীষণভাবে কেদেঁছে-
তার দু্যতিময় আনত পাপড়িগুলো কুকঁড়ে গেছে,
সুরভিত বাতাসেও বেজেছে তার কান্নার সুর,
আমার ইন্দ্রিয় পেয়েছে সেই উপলব্ধি, আমিও কেদেঁছি।
কিন্তু আমি তাকে কি করে বোঝাই- সব মানুষের যে
গোলাপ ছোঁয়ার অধিকার নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।