আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপের মমি

নামটা মনে রাখবেন তোমায় আমি কিসের সাথে তুলনা দেবো? রবি ঠাকুরের গান? জীবনানন্দের কবিতা? হুমায়ূন আহমেদের উপন্যাস? কিম্বা ভরা জোছনায় চাঁদের রূপোলি আভার সাথে? সবগুলোই তো এক ধরণের! যেন অন্য ভুবনের ওয়ার্মহোল। সে যেন স্বর্গীয় অনুভব। তবু তোমার তুলনা কেবল তোমার সাথেই হয়! কারণ একমাত্র তুমিই দিয়েছো আমায়- বইয়ের ভেতরে চ্যাপ্টা গোলাপের মমি! আর কেউ দিতে পারেনি সে অনুভূতি! বইয়ের গন্ধের সাথে বাসি গোলাপের ঘ্রাণ। সাথে মনে পড়া তোমার মুখ। স্বর্গের চেয়েও যা বেশি পবিত্র! কি করে ভাষায় প্রকাশ করবো আমি? সেই অনুভূতি, যখন জেনেছি... গোলাপের মমিটা তুমি দাওনি! ভুল করে এসেছে হয়তো- যে গোলাপ তোমায় দিয়েছিলো অন্য কোনো রোমিও! হায়রে! স্বর্গটাও নামলো রসাতলে!! সেই সাথে আমিও... ১০/১০/১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।