আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো যানবাহন উচ্ছেদ, যাত্রীদের র্দূভোগ



সরকার ও বিআরটিএ ২০ বছরের পুরোনো বাস ও মিনিবাস উচ্ছেদ অভিযান শুরু করেছে। এতে জনসাধারণ বিশেষ করে অফিসগামী জনসাধারণ চরম দূর্ভোগে পড়েছে। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও মানুষজন বাসে উঠতে পারছে না, ফলে সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যেও পৌছুতে পারছে না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে সবচেয়ে বেশী অসুবিধায় পড়েছে পরিবহন শ্রমিকরা। এ অভিযানের ফলে প্রায় ৩০ হাজার শ্রমিক বেকার হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। সরকার ও বিআরটিএ’র উচিৎ ছিল, এ ধরণের অভিযান পরিচালনার আগে শ্রমিকদের কর্মসংস্থানের অন্য কোন উপায় খুঁজে বের করা। তাছাড়া বাস ও মিনিবাস চলাচল কমে গেলে অফিসগামী মানুষ কিভাবে যাতায়াত করবে সে বিষয়েও তাদের ভাবা উচিৎ ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।