পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
প্রকৃত শিক্ষা মানে সকল বিষয়ে সাধারণ জ্ঞান ও কোন এক বিষয়ে বিশেষ জ্ঞান। কাজেই সাধারন জ্ঞান অতিব জরুরী, বিশেষ করে নিজেকে অপরের কাছে ছোট করা থেকে বাঁচতে হইলে। আর- আজকালের পোলাপান এত পাকনা যে, তাদের প্রশ্ন থেকে বাঁচতে হইলে আপনাকে লেটেষ্ট ভিডিও গেম থেকে শুরু করে ক্রিকেট বা ফুটবলেরও খুটি-নাটি বিষয় সমন্ধে সম্মক অবগত থাকতে হইবে।
২০০৩ সালের দিকের কথা।
আমাদের পারার ক্লাব পল্লিমংগল থেকে আমরা সেকন্ড ডিভিষন খেলার ব্যাবস্থা করলাম। তাই কিছু পোলাপান মিলে প্রাকটিস শুরু করলাম। অনেক সিনিয়র এসে আমাদের উৎসাহ দেয়ার নামে হালকা জ্ঞান (চাঁপা) দিতে মোটেও কার্পন্য করলেন না। তবে সব চাঁপা থেকেই কিছু না কিছু শিখারও থাকে। এক বিকেলে নাইমুর রহমান দুর্জয় এলেন, আমাদের দাড়া করিয়ে হালকা জ্ঞান ও দিলেন।
তার থেকে ক্রিকেট সমন্দে আমার শিক্ষা ছিল এই রকম:
Cricket
---------
C = Character
R = Regularly
I = Intelligent
C = Courage
K = Knowledge
E = Effort
T = Talent
এই রকম বলে বলে অনেক ভাল ভাল কথা শুনিয়েছিলেন। ভালই লেগেছিল। বেশ উৎসাহিত মনে হচ্ছিল নিজেকে। কিন্তু কি আর করার। শখের তোলা আশি টাকা ঠিকই, কিন্তু শখে কে কবে কোথায় পরিশ্রম করতে পেরেছে।
যাই হোক আসুন এই মজার খেলা সমন্ধে কিছু সাধারণ জ্ঞান জেনে নেই, যাতেকরে অন্তত আজকালের পোলাপান আপনার সামনে বেশি পট পট করতে না পারে।
১) মাঠ পরিচিতি:
নিচের ছবিটি লক্ষ করুন ও একটু আয়ত্ত করার চেষ্টা করুন, দেখবেন ক্রিকেটের মাঠ সমন্ধে অনেক কিছুই শেখা হয়ে গিয়েছে।
২) বোলিং।
ক) দেখুন শিখুন ও বুঝুন বাউন্চার বল কাকে বলে ও কি ভাবে বাউন্চ করতে হয়।
খ) দেখুন শিখুন ও বুঝুন ইনসুইং বল কাকে বলে ও কি ভাবে ইনসুইং করতে হয়।
গ) দেখুন শিখুন ও বুঝুন আউটসুইং বল কাকে বলে ও কি ভাবে আউটসুইং করতে হয়।
ঘ) দেখুন শিখুন ও বুঝুন ইয়োর্কার বল কাকে বলে ও কি ভাবে তা করতে হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।