আমাদের কথা খুঁজে নিন

   

বেকারের ছড়া

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে

আমি হলাম শিক্ষিত এক বেকার কষ্ট আমার নেইতো কেহ দেখার তাইতো আমি কষ্ট আমার যত ছড়ায় ছড়ায় লিখি অবিরত ভাগ্নে আমার সেদিন নানান ছলে মাথাটাকে আদর করে বলে মামা তোমার মাথায় খেলার মাঠ ইচ্ছে হলে বসতে পারে হাট আমি বলি ভীষন রকম রেগে হারামজাদা যা এখনি ভেগে। বন্ধুরা কয় একটুও নেই ভুল যাচ্ছে পড়ে আমার মাথার চুল যতোই বলি ওসব কথা থাক ওরা তবু দেখায় মাথার টাক আমি বলি মে করুঙ্গা কিয়া? বাবায় তবু করায় নাযে বিয়া! উঠতে এবং বসতে এখন ভাই দিনের বেলায় জোনাক দেখতে পাই মিথ্যে আমি বলছিনা একদম এখন আবার চোখে দেখি কম ভাবি বসে মে করুঙ্গা কিয়া? বাবায় আমায় করায় না যে বিয়া! এইতো সেদিন করছি দাতে ব্রাশ হঠাৎ ব্যাথায় মনে জাগে ত্রাস মুখের ভেতর যেই দিয়েছি হাত অমনি দেখি পড়ে গেছে দাঁত তবু ভাবি মে করুঙ্গা কিয়া? বাবায় আমায় করায় না যে বিয়া! আমার দাদা একিন আলী শেখ হঠাৎ শুনি সেদিন আলীরটেক আমার জন্য দেখতে গেছে বউ মনের ফুলে ধরে তখন মউ ভাবতে থাকি মিলগিয়া মিলগিয়া এবার বুঝি হবে আমার বিয়া!!! বাড়ি ফিরে আমার দাদা কন যা বলি তা শোনো দিয়ে মন মেয়ে আমার পছন্দতো খুব এটুক বলেই হঠাৎ করে চুপ আমি ভাবি মিলগিয়া মিলগিয়া হবেই হবে এবার আমার বিয়া একটু কেশে আমার দাদা কন আমার কথা শোনো দিয়ে মন বিয়ের সাজে সাজা্ও বাড়ি ঘর এই বিয়েতে আমিই হবো বর আমি বলি এ তুনে ক্যায়া কিয়া? আমার তবে হবেনা আর বিয়া??? দুখের কথা আজ এখানেই থাক পড়ছে যখন পড়ুক মাথায় টাক হোকনা যতোই মাথা খেলার মাঠ পারলে বসুক সব বেকারের হাট শুধু ভাবি মে করুঙ্গা কিয়া আমার বুঝি হোলোনা আর বিয়া!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।