মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকরা গতকাল 'শহীদদের' স্মরণে ফের ব্যাপক বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল জুমার নামাজের পর এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে নতুন রক্তপাতের আশঙ্কা করছে দেশটির গণমাধ্যমসহ প্রায় সব মহল। গত কয়েকদিনের সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর গুলিতে মুরসি সমর্থক ব্রাদারহুডের বহু সংখ্যক সদস্য নিহত হন। এ ছাড়া ইসলামপন্থি গোষ্ঠীটির প্রায় সব শীর্ষ নেতাকে আটক করা হয়। ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।