সেরেনার এটা টানা চতুর্থ এবং সব মিলিয়ে ৫১তম শিরোপা।
একটি ব্যক্তিগত অর্জনও এখন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ের অধিকারে। চারটি শিরোপা জয়ের পথে টানা ২৪টি ম্যাচ জিতেছেন তিনি। আগে কখনোই যা তার টেনিস-জীবনে ঘটেনি।
মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সেরেনার ইতালিয়ান ওপেনে এটা দ্বিতীয় শিরোপা। ২০০২ সালে এই প্রতিযোগিতায় প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পর ফ্রেঞ্চ ওপেনের শিরোপাও জিতেছিলেন তিনি। প্যারিসের রোলাঁ গারোতে এখনো পর্যন্ত যা তার একমাত্র সাফল্য।
রোমে একটিও সেট না হারা সেরেনা তাই ২৬ মে থেকে শুরু হতে যাওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন জয়ের আশা করতেই পারেন এবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।