শুক্রবার জাপানের টোকিওতে প্যান প্যাসিফিক ওপেনের সেমিফাইনালে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে ৩-৬, ৬-৩, ৭-৬ গেমে হেরে গেছেন ভেনাস।
মেয়েদের সাবেক এক নম্বর খেলোয়াড় ভেনাসের জীবনে টোকিওর এই শিরোপা অধরাই থেকে গেল। এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শেষ চারে উঠেছিলেন তিনি।
৭টি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেও অনেক দিন ধরেই ভেনাসের ব্যর্থতার সঙ্গে বসবাস। নামতে-নামতে র্যাঙ্কিংয়ে এখন তার অবস্থান ৬৩তম।
টোকিওতে অবশ্য ভালোই খেলছিলেন। দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দেন র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। কিন্তু সেমিফাইনালে আর পেরে ওঠেননি ভেনাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।