আমাদের কথা খুঁজে নিন

   

দেশপ্রেমিকের প্রথম এবং শেষ দাবি

করণিক: আখতার২৩৯

দেশপ্রেমিকের প্রথম এবং শেষ দাবি অন্য কারো আগে এখানে যেন আমার বিচার হয়। আমার কু-কর্মের বিচার হ’লে, তবে,- হ্যাঁ, হ্যাঁ তবেই, এদেশের ভালো কিছু হবে। নিরপেক্ষ বিচারে, শুধু মৃত্যুদণ্ড ছাড়া আমার প্রাপ্য যে-কোনো শাস্তি মেনে নেবো, আমি স্বেচ্ছায় মেনে নেবো, তবুও হোক,- তবু এদেশটার ভালো কিছু হোক। সম-অপরাধে অন্যেরা গণক্ষমা পেলেও, পেয়ে যাক, ভালোরা ভিখারিকে দয়া করার সুযোগ পাবে তো পাক, -এখন আমার যন্ত্রণার কিছু নেই, -পেয়েছি মন্ত্রণা আর, দীক্ষা নিয়েছি আমি মানুষ হবার, দেশকে ভালোবাসার অর্থ জেনেছি আমি, -তাই, অন্য কোনো দোষীর আগে এখানে আমার বিচার চাই। রঙ্গপুর -১১/০৪/০৮

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.