গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আলোচনা-সমালোচনার যেন শেষ নেই। ভারতের বহুল চর্চিত এ বিজেপি নেতাকে নিয়ে সমর্থক আর প্রতিপক্ষের বাকযুদ্ধও বেশ পুরনো। এবার সেই লড়াইয়ে যোগ হয়েছে নতুন মাত্রা। তার বন্দনায় চলচ্চিত্র বানানোর ঘোষণা দিয়েছেন মোদীভক্ত মিতেশ প্যাটেল। তবে থেমে নেই বিরোধীরা।
তারাও নিয়েছেন ভিন্ন কৌশল। প্রস্তুতি নিচ্ছেন সাইবার যুদ্ধের। ফেসবুক-টুইটারে মোদীর জনপ্রিয়তাকে রুখতে শিঘ্রই তারা একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন। রাজনীতির এ ডিজিটাল লড়াইয়ে কে জেতে সেটাই এখন দেখার প্রত্যাশা।
সম্প্রতি গুজরাটের মুখ্যমন্ত্রী মোদীর রাজনৈতিক জীবন নিয়ে সিনেমা করার কথা ঘোষণা দিয়েছেন প্রযোজক-পরিচালক মিতেশ প্যাটেল।
বলাই বাহুল্য ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে রিলিজ হতে চলা এই সিনেমা জুড়ে থাকবে শুধুই মোদী বন্দনা। আবার সাইবার দুনিয়ায় জনপ্রিয় মোদীর বিরুদ্ধে `ফেকু ডট ইন`(‘pheku.in’) নামে ওয়েবসাইট আনতে চলেছেন তাঁর বিরোধীরা। সমাজকর্মী শাবনাম হাসমি এই ওয়েবসাইটের অন্যতম পুরোধা। মোদীর প্রত্যক্ষ মদদেই ২০০২ গুজরাট দাঙ্গা হয়- এই কথাটা প্রমাণে তখন থেকেই দিনরাত কাজ করে যাচ্ছেন এই শাবনাম। শাবনামের দাবি- মোদীকে নিয়ে মিথ্যা প্রচারের মাঝে অনেক সত্যি চাপা হয়ে আছে।
এই ওয়েবসাইটে সেই সব অপ্রকাশিত সত্যগুলো ফাঁস করা হবে। গুজরাট দাঙ্গাসহ বিভিন্ন কেলেঙ্কারিতে মোদীর বিরুদ্ধে এমনসব তথ্য, ভিডিও, ছবি এই `ফেকু ডট ইন`-এ থাকবে যা দেশকে চমকে দেবে বলেই মনে করেন শাবনাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।