ছবিতে নায়কের চরিত্রে তাকে দেখা গিয়েছে প্রায় বহুদিন আগে। শেষমেশ নায়ক হওয়ার আশা ছেড়ে দিয়ে, নিজেকে পাল্টে নিয়ে কৃশ ছবির ভিলেন হলেন তিনি। আর এবার একেবারে নতুন সাজে সিনে পর্দায় আসতে চলেছেন অভিনেতা বিবেক ওবেরয়। নরেন্দ্র মোদীর জীবন নিয়ে তৈরি হতে চলা পরিচালক মিতেশ পটেলের ছবিতে ইয়ং নরেন্দ্র মোদীর চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে।
মিতেশের ছবিতে উঠে আসবে নরেন্দ্র মোদীর জীবনে নানা অজানা কথা। কেরিয়ারের শুরুতে একটি চায়ের দোকানে কাজ করতেন মোদী। তার পর গুজরাট রোড ট্রান্সপোর্টের স্টাফ ক্যান্টিনের দায়িত্বও নিয়েছিলেন তিনি।
পরিচালকের ভাষায়, 'রাজনৈতিক জগতে পা দেওয়ার পূর্বে যে ভাবে মোদি নিজেকে তৈরি করেছেন সব কিছু ছবির বিষয় হয়ে উঠবে। আর এ ব্যাপারে বিবেক ওবেরয় ইতিমধ্যেই নানা হোমওয়ার্ক ও রিসার্চে নেমে পড়েছেন।'ছবিতে নায়কের চরিত্রে তাঁকে দেখা গিয়েছে প্রায় বহুদিন আগে ৷ শেষমেশ নায়ক হওয়ার আশা ছেড়ে দিয়ে, নিজেকে পাল্টে নিয়ে কৃশ ছবির ভিলেন হলেন তিনি৷ আর এবার একেবারে নতুন অবতারে আসতে চলেছেন অভিনেতা বিবেক ওবেরয়৷ নরেন্দ্র মোদী-র জীবন নিয়ে তৈরি হতে চলা পরিচালক মিতেশ পটেলের ছবিতে ইয়ং নরেন্দ্র মোদীর চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে৷পরিচালক জানিয়েছেন, ‘বিবেকের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে৷ বিবেক কাজটি করতে আগ্রহ প্রকাশ করেছে৷ তবে চিত্রনাট্য এখনও পুরো তৈরি নয়৷ হলেই ছবির কাজ শুরু হবে৷’মিতেশের ছবিতে উঠে আসবে নরেন্দ্র মোদীর জীবনে নানা অজানা কথা৷ কেরিয়ারের শুরুতে একটি চায়ের দোকানে কাজ করতেন মোদী৷ তার পর গুজরাট রোড ট্রান্সপোর্টের স্টাফ ক্যান্টিনের দায়িত্বও নিয়েছিলেন তিনি৷ পরিচালকের কথায়, ‘রাজনৈতিক জগেত পা দেওয়ার পূর্বে যে ভাবে মোদি নিজেকে তৈরি করেছেন সব কিছু ছবির বিষয় হয়ে উঠবে৷ আর এ ব্যাপারে বিবেক ওবেরয় ইতিমধ্যেই নানা হোমওয়ার্ক ও রিসার্চে নেমে পড়েছেন৷’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।