আমাদের কথা খুঁজে নিন

   

জনৈক ছেলের প্রেমে পড়ার প্রথম সর্বনাশ

লেখালেখি শিখি আগে! প্রথম প্রেমে পড়লে যা হয় । ছেলেটিরও তাই হলো । অথচ বন্ধুদের ও কতো বকেছে আগলা ন্যাকামোর জন্য । এখন নিজেই সে ন্যাকামোতে জড়িয়ে পড়েছে । বড় অবাক লাগছে ছেলেটির কাছে ।

বন্ধু আবির একদিন তাকে বলেছিলো তার ভালোবাসার মানুষের ধমক না খেলে নাকি ওর ঘুমই আসেনা । ছেলেটি বন্ধুর এ কথা শুনে অনেক্ষন হেসেছিলো । ভেবেছিলো এটা আবার কেমন প্রেম । আর আজ তারই প্রিয় মানুষের নিঃশ্বাসের স্পর্শ না পেলে সমস্ত দিনতাই ফিকে লাগছে। মুঠোফোনে নিত্য কথা না বলতে পারলে জ্বলে যাচ্ছে ,পুড়ে যাচ্ছে তার হৃদয় ।

পূর্বে রাতে বন্ধ রাখা মুঠোফোন এখন খুব সচেতন হয়েই অন থাকে । কখন তার ফোন আসে... এই অপেক্ষায় দীর্ঘ রাত পর্যন্ত জেগে থাকে ছেলেটিও... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.