বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রেই মূল অবদান মুসলমানেদর। মুসলমানরা অাজ হীনমন্যতায় ভুগছে। নিজেদের ইতিহাস ঐতিহ্য ভূলে গিয়ে ইহুদী-খ্রীষ্টান, কাফির-মুশরিকদের দিকে ঝুকে পড়েছে। দর্শন শাস্ত্র, চিকিৎসা, মহাকাশ, গণিত , পদার্থ, রসায়ন, জীব সকল ক্ষেত্রেই মুসলমানরা অগ্রনী ভূমিকা পালন করেছিল।
অাজ মুসলমানগন পড়াশোনা, গবেষণা , অধ্যবসায় থেকে দূরে সরে গেছে।
সব ক্ষেত্রই তারা বিধমীদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অথচ মুসলমানরাই স্বয়ং সম্পূর্ন। কারন কোরঅান শরীফে অাল্লাহ পাক ইরশাদ করেন,"এ এমন এক কিতাব, যার মধ্যে সবকিছ্ই রয়েছে"।
তাই মুসলমানদেরকে সবকিছু থেকে বেনিয়াজ হয়ে অাল্লাহ পাক এবং উনার হাবীব সল্লাল্লাহুঅালাইহি ওয়া সাল্লাম উনাদের দিকে ফিরে অাসতে হবে। তাহলে তারা তাদের সকল ঐতিহ্য ফিরে পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।