আমি মিথিলা
দেশের ৫৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনটিই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করেনি। এ সব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস, শিক্ষক, লাইব্রেরী বা ল্যাবরেটরী সুবিধার অভাব রয়েছে বলে শিক্ষা বিশেষজ্ঞগণ সূত্রে একথা জানা যায়।
শিক্ষা বিশেষজ্ঞগণ জানান, ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫ একর জমি এবং এর শিক্ষা কার্যক্রম শুরুর ৫ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিধান রয়েছে।
কোন কোন বিশ্ববিদ্যালয়ের ঢাকার উপকন্ঠে জমি থাকলেও কেবলমাত্র নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে।
এক শ্রেণীর বেসরকারি বিশ্ববিদ্যালয় যথাযথ অবকাঠামো গড়ে তোলার চেয়ে কেবল অর্থ উপার্জনের দিকে অধিক আগ্রহী।
এগুলো বিশ্ববিদ্যালয় নয়, এসব প্রতিষ্ঠানকে টিউটোরিয়াল হোমস বলা যায় মাত্র।
মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতের মাধ্যমে শিক্ষার জন্য বিদেশ গমন রোধ করে মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্য নিযে দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়।
কিন্তু অধিকাংশ নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। এরমধ্যে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের ভাড়া নেয়া ভবনও নেই। এসব প্রতিষ্ঠান অন্য কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিফট ভিত্তিতে একই ভবন ব্যবহার করছে।
]
যেমন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের সাথে স্থান ভাগাভাগি করে ক্লাশ চালাচ্ছে।
বনানীর আবেদিন টাওয়ারে গার্মেন্টস কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের অফিসের পাশাপাশি চলছে কুইনস ইউনিভার্সিটি। দারুল এহসান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ ধানমন্ডির একটি ফ্ল্যাটে পরিচালিত হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।