আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারি বিশ্ববিদ্যালয়

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ব্যর্থ হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরের পর থেকে কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। বিকাল ৫টা ২০ মিনিটের পর স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সাময়িক অনুমতিপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সনদ গ্রহণে ব্যর্থ হয়েছে তাদেরকে ২০১১ সালের সামার সেমিস্টারের মধ্যে বিদ্যমান আইনের শর্তাবলী পূরণ করে সনদ অর্জন বা সনদ অর্জন করার মতো পর্যাপ্ত গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে। "শর্ত পূরণে ব্যর্থ হলে চলতি বছরের সেপ্টেম্বরের পর থেকে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।

তবে ইতোমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোর্স সমাপ্ত করতে সর্বোচ্চ পাঁচ বছর সময় পাবে তারা। " মন্ত্রী আরো জানান, বর্তমানে দেশে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে নয়টির নিজস্ব ক্যাম্পাস রয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিগগির একটি জাতীয়, স্বতন্ত্র ও স্বাধীন অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হবে বলে জানান নাহিদ।

সরকারি হাইস্কুলে শূন্য পদ এইচএম গোলাম রেজার এক প্রশ্নের জবাবে নাহিদ জানান, বর্তমানে দেশের সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের দুই হাজার সাতশ ৪৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে দুশ ২৫টি প্রধান শিক্ষক, চারশ ২৩টি সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা। এছাড়া দুই হাজার ৯৮টি সহকারী শিক্ষক ও শিক্ষিকার পদ শূন্য রয়েছে বলেও জানান তিনি। নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে চলতি অর্থবছরে সরকার এক হাজার ছয়শ ২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.