আমাদের কথা খুঁজে নিন

   

‘বেসরকারি বিনিয়োগ বাড়াতে হবে’

এই অর্থনীতিবিদ মনে করেন, জিডিপি প্রবৃদ্ধির গতি ধরে রাখতে এই মুহূর্তে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। রপ্তানি আয়, কর্মসংস্থান, অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে।
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এই মতামত তুলে ধরেন তিনি।
বেসরকারি খাতে বিনিয়োগ কম হওয়াই চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে না পারার কারণ বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
এজন্য তিনি মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং কাঁচামাল আমদানির শুল্ক কমপক্ষে ২ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন।


জায়েদ বখত বলেন, “মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক তুলে নেয়া দরকার। কারণ শিল্পে বিনিয়োগ বাড়াতে মুলধনী যন্ত্রপাতি আমদানি সহজ করতে হবে। একইসঙ্গে কাঁচামাল আমদানির শুল্কও ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা যেতে পারে। ”
পদ্মা সেতু নির্মাণে বাজেটে বরাদ্দ রাখার বিষয়ে সরকারকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।  
বিআইডিএসের গবেষণা পরিচালক বলেন, “চলতি অর্থবছরে রাজস্ব আয় কম হবে।

আসন্ন অর্থবছরে তা যে বাড়বে তার স্পষ্ট কোনো লক্ষণ নেই। তাতে আবার সামনে নির্বাচন রয়েছে। ”
“এরকম পরিস্থিতিতে বাজেটে পদ্মা সেতু নির্মাণে বড় অঙ্কের বরাদ্দ রাখলে তা অন্যান্য খাতের অর্থায়নে অন্তরায় হয় কি না, তা বিবেচনা করতে হবে,” বলেন তিনি।
বিবিএসের হিসাব তুলে ধরে জায়েদ বখত বলেন, বর্তমানে বেসরকারি খাতের বিনিয়োগ ‘কারেন্ট প্রাইসে’ ৭ শতাংশ প্রবৃদ্ধি আর ‘রিয়েল প্রাইসে’ এক শতাংশের কম প্রবৃদ্ধি আছে। বেসরকারি খাতের বিনিয়োগের এই প্রবৃদ্ধি দিয়ে সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি(জিডিপি প্রবৃদ্ধি) আশানুরূপ হবে না।


“বর্তমানে যে প্রবৃদ্ধি হয়েছে, তা শিল্পের তুলনায় অন্যান্য খাত থেকে বেশি এসেছে। বেসরকারি খাতের বিনিয়োগ থেকে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। ”
এর অন্যতম কারণ হিসেবে সঙ্কোচনমূলক মুদ্রানীতি, ব্যাংকগুলোর ঋণ বিতরণের অধিক সতর্কতা এবং বিনিয়োগ পরিবেশের অভাব বলে মনে করেন সোনালী ব্যাংকের এই পরিচালক।
এছাড়া হল-মার্কের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকগুলোর স্বীকৃত বিল আটকে পড়ায় বেসরকারি খাতে তহবিল সঙ্কট তৈরি হয়েছে বলেও তার ধারণা।
জায়েদ বখত বলেন, ইতোমধ্যে সরকারি খাতের ব্যাংকগুলোর পুঁজির স্বল্পতা দেখা দিয়েছে।

ব্যাংকগুলোকে পুঁজি সরবরাহ বাড়াতে হবে। এজন্য বাজেটে বরাদ্দ রাখা দরকার। সরকারি মালিকনাধীন ব্যাংকগুলোর ঋণ বিতরণ ক্ষমতা না বাড়ালে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে।
আর্থিক খাতের সমস্যা দূর করতে বাজেটে দিক-নির্দেশনাও প্রত্যাশা করছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.