nothing 2 say write now!
এই 'যে যাত্রার শেষ নেই'কে গল্প বলা ঠিক হবে কিনা জানি না... কারণ, গল্প বলতে স্বাধারণত বোঝায় কোন কল্পনার জগত কিংবা মনোরঞ্জনের কোন উপায়। যাইহোক, এই কাহিনীটি গড়ে উঠেছে বাস্তবতার আলোকে। কিছু বাস্তবতা আর মানুষের সত্য জীবনের সত্য কাহিনীর সমষ্টি এই 'যে যাত্রার শেষ নেই'।
কিছু নিরুপায় আর নিষ্ঠুর সমাজের তথা-কথিত নিন্দিত ব্যক্তির আত্মজীবন... সমাজের কিছু প্রেক্ষাপট... জীবনের কিছু স্মৃতি... কিছু নাম না জানা জীবন... আর এই-ই তো সেই 'যে যাত্রার শেষ নেই'...
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে যে যাত্রা... আর মৃত্যুর পর যে যাত্রা হয়ে যায় চিরঞ্জীব... যার কোথাও কোন শেষ নেই। বিশাল মহাসমুদ্রেরও শেষ আছে।
এমনকি যদি কেউ পায়ে হেঁটে এই পৃথিবী ঘুরতে চায়, ১ মাসে না হোক, ১ বছরে না হোক, এক না এক সময় শেষ হবেই।
কিন্তু জীবনের এই যাত্রা এমন এক যাত্রা যে যাত্রার শেষ নেই। আমরা সবাই তো এই একই যাত্রার যাত্রী। সকল ভেদাভেদ ভুলে গিয়ে চলুন না, হাতে হাত রেখে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই এই যাত্রাকে সফল করে তুলি... ভুলে যাই শত্রুতা, ভুলে যাই নিজের স্বার্থ... ভুলে যাই নারীদের উপর অত্যাচারের মনোভাব... ভুলে যাই প্রতারণা... ভুলে যাই ভালবাসাকে লাঞ্ছিত করা আর গরিবকে ঘৃণার মানসিকতা... ভুলে যাই পশুত্ব... ভুলে যাই সকল কষ্ট... ভুলে যাই সব কিছু...
স্বর্গীয় আনন্দে ভরে তুলি আমাদের এই যাত্রাকে 'যে যাত্রার শেষ নেই'...
............................................
######################################################################################################
শীঘ্রই পড়তে পারবেন এই 'যে যাত্রার শেষ নেই'... মাত্র ২/৩ সপ্তাহ অপেক্ষা করুন। আর এটা আমার নিজের লেখা নাকি সংগ্রহিত, তা আমি এই গল্পের সর্বশেষ পোস্টে জানাব।
আর হয়ত কিছু কিছু পোস্টে মন্তব্য করার সুযোগ পাবেন না বলে আগে থেকেই দুঃখিত। যেমন ধরুন, প্রত্যেক ২/৩ পোস্টের পর মন্তব্যের সুযোগ পাবেন।
আর এই 'যে যাত্রার শেষ নেই' এর ধারাবাহিক পোস্টে কোন রকম এ্যাডাল্ট, অশ্লীল, অপ্রাসঙ্গিক আর ফালতু মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে (এটা শুধুমাত্র সকল বাংলা ব্লগের ক্ষেতে প্রযোজ্য, পার্সোনাল্লিআবিদ ব্লগের জন্য ন্য়)। আর আপনি যদি অগ্রিম এই কাহিনী পড়তে চান, তাহলে চোখ রাখুন পার্সোনাল্লিআবিদ ব্লগে। জানি না, এটা আপনার কতটুকু ভাল লাগবে... কারন, এখানে সমাজ আর বাস্তবতার কিছু কঠিন প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
আমি সম্পূর্ণ কাহিনীটি সংগ্রহ করে বা লিখে তারপর এক এক করে প্রকাশ করব, তাই একটু সময় লাগবে আরকি... তাছাড়া আমার পড়াশুনাও আছে আর বাংলা টাইপ করাটাও একটু ঝামেলার... সপ্তাহে সর্বোচ্চ চারটির বেশি পর্ব প্রকাশ করব না।
ভাল থাকবেন সবাই।
আমার জন্য দোআ করবেন।
স্বনীলভুবন -এ সবাইকে স্বাগতম।
######################################################################################################
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।