পরম করূনাময় মহান আল্লাহর শুকরিয়া, যিনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন যেন আমিও একজন মুসলিম হিসেবে মানুষ হতে পারি।
যখন ছোট ছিলাম, তখনো আমরা বিরক্তিকর ফোনের যন্ত্রণায় অস্থির থাকতাম। আম্মু সবসময় সর্তক করে দিতো (ফোন আসলে) আগে জিজ্ঞেস করো - কে ফোন করেছে, কাকে চাই। চিনতে না পারলে বা নাম না বললে আমাদের (বড় কাউকে) ডাকবে বা ফোন রেখে দেবে।
কেউ কেউ ভুল নম্বরে কল দিত, সেটা তেমন ঝামেলা ছিলনা।
কিন্তু কেউ কেউ অযথা জিজ্ঞেস করতো 'তোমার নাম কি', 'কোথায় থাকো', 'বাসায় কে কে আছে' ইত্যাদি ইত্যাদি। ভাব শুনে প্রায়ই ধোঁকা খেতাম পরিচিত কারো ফোন মনে করে। (এই ভুলের কারণে কত্তো বকা খেয়েছি। )
আবার কিছু কিছু ছিল একেবারেই যাচ্ছেতাই। কখনো গান বাজাতো, কখনো আজেবাজে কথা বলত।
সেসব ক্ষেত্রে শেখানো হয়েছিল একদম টু-শব্দটি না করে সাথে সাথে ফোন রেখে দেয়া এবং ছোটরা কয়েকদিন ফোনই ধরবে না।
আমাদের সবসময় শেখানো হতো - ফোনে যারা আজেবাজে কথা বলে, তাদের যদি তুমি গালিগালাজ করো তাহলেই তারা বেশী মজা পায় এবং তখন তারা বার বার সেই মজা পাওয়ার জন্য ফোন করতেই থাকবে।
ইউনিভার্সিটিতে(৪ বছরের কোর্স) উঠার দুই বছর পর ১ম যখন হাতে মোবাইল পেলাম তখন আবার সেই অভিজ্ঞতা। কিন্তু, আল্লাহর অশেষ রহমত, ছোটবেলার সেই শিক্ষাই আমাকে আবার বাঁচাল। যেখানে অন্য মেয়েরা সিমের পর সিম চেন্ঞ্জ করতে থাকে সেখানে আমি আজো আগের নম্বরই ইউজ করছি।
'আলহামদুলিল্লাহ'
সিমের পর সিম চেন্ঞ্জ করেও যে তারা মিস্ কলের হাত থেকে রক্ষা পেয়েছে তা কিন্তু না। এক্ষেত্রে আমি সবসময় যা করি -
- যদি অপরিচিত নম্বর থেকে ফোন আসে তাহলে ধরি (টাকাতো আর আমার কাটা যাচ্ছে না)। দেখা যেতো সিম চেন্ঞ্জ করতে করতে পরিচিত বান্ধবীরাই অপরিচিত নম্বর থেকে কল দিত বেশী।
- যদি অপরিচিত নম্বর থেকে মিস্ কল থাকে, ভুলেও রিং-বেক করি না। রিং-বেক করেছো, তো মরেছো।
- যদি বিরক্তিকর কোন কলার হয়, সাথে সাথে তার নাম আমার ফোনবুকে উঠে যেতো 'Evil #' হিসেবে। এরপর যতদিনই ঐ নম্বর থেকে কল আসুক না কেন, আমার কোনো ভ্রুক্ষেপ হতো। ধৈয্য-ধারণে আমারই জিৎ হয়েছে বেশী। একসময় মিস্ কল আসা বন্ধ হয়ে যায়।
শেষবার আমার কাছে ফোন এসেছিলো জিপির 'রিসিভার পেইড' অপশন ইউজ করে।
মানে অপরিচিত নম্বর কিন্তু কল ধরলে আমারই টাকা কাটবে। পাঠক, আপনার কি মনে হয়? কি করা উচিৎ?
.
.
.
আমি ফোনটা ধরিনি।
আমি এই নীতি অবলম্বন করে ভালো ফল পাচ্ছি, তাই বলে সবার জন্য এটা কার্যকরী হবে তার কোনো গ্যারান্টি দিচ্ছিনা, দিবও না। তবে যদি কারো কাজে লাগলে তো 'আলহামদুলিল্লাহ'। নিদেনপক্ষে, মোবাইল কম্পানিগুলো 'বিরক্তিকর কল ব্লক' নামক সার্ভিস দিয়ে আপনাকেই ছীল দিতে পারবে না।
ইদানীং শুনছি, মোবাইল কম্পানিগুলোই নাকি এধরনের বিরক্তিকর কলের আয়োজন করে যেন কাস্টোমারা তাদের এই ধরনের সেবা নিতে আগ্রহী হ্য়।
কী জানি, আমাদের দেশে মনে হ্য় তাও সম্ভব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।