আমাদের কথা খুঁজে নিন

   

প্রোপাগান্ডা চালাতে জামায়তের আইটি বিশেষজ্ঞ নিয়োগঃএদের পুনর্বাসন চাই



আজ আমাদের সময় পত্রিকায় উপরোক্ত শিরোনামে ১টা খবর বেরিয়েছে । মুল খবরটা এখানে Click This Link খবরটা ছোট কিন্তু তার গুরুত্ব গভীর । বহুদিন আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক নাট্যকর্মীর ১টা লেখা পড়েছিলাম । ছাত্রজীবনে ’৭১ এর ঘাতকদের ব্যংগ করে বহু নাটকে অভিনয় করেছেন । চাকরীর বাজারে এসে কোন চাকুরি না পেয়ে গোলাম আযমের লেখা বই বিক্রির ছোটখাট একটা কাজ পান ।

এখন তিনি লেখক ও তার লেখা বইয়ের সুনাম পাঠকদের কাছে বর্ননা করেন । পাঠকরা তার কথায় সেই বই কিনে । দেশের চাকরীর যে হাল তাতে যদি নিজ পরিবারের কথা চিন্তা করে কোন আইটি বিশেষজ্ঞ জামায়তের ঐ টিমে যোগ দিয়ে থাকে তাহলে আমি দোষের কিছু দেখি না। কিছুদিন আগে আল-মাহমুদের জামায়তের কাছ থেকে সংবর্ধনা নেয়া নিয়ে বিশাল বিশাল লেখা ছাপা হয় । একজনে এই বলেও কমেন্ট করেছেন , আল-মাহমুদের মুখে থু ।

ঐসব কমেন্টে আমার মনে হয়েছে ভাত দেয়ার মুরোদ নেই কিল মারার গোসাই । অথচ মুক্তিযুদ্ধের বীর সেনাপতি হারুনুর রশীদ বীর প্রতীক ডেস্টিনি নামক একটি হায় হায় কোম্পানীর সাথে যুক্ত । সেদিকে সম্মানীত ব্লগারদের কোন চিন্তা নেই । বছর কয়েক আগে আইটিশিএল ও যুবকের কি পরিনতি হয়েছিল তা আমরা দেখেছি । যুবক তো টিভি বিজ্ঞাপনে একটি কথাই বলত, প্রতিদিন একবার করে বলুন দেশকে ভালোবাসি ।

বহুলোক এদের কাছে সর্বসান্ত হয়েছে । এই ব্লগেও আমার মনে হয় পেশাদার কিছু ব্লগার আছেন । স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের নিয়ে কোন লেখা আসলেই মাইনাস দিতে থাকে ,যুক্তির বালাই নেই গোঁড়ামি কথাবার্তায় ভরপুর কমেন্ট করতে থাকে । এ ছাড়া উলটাপালটা পোস্ট দিতে থাকে যেন সামনের পাতা থেকে লেখাটি দ্রুত সরে যায় । এদের বেশীরভাগেরই একাধিক নিক আর সেই নিকে ১টা বা ২ টা করে পোস্ট ।

খবরে বলা হয়েছে গোয়েন্দারা এদের ব্যপারে খোঁজ-খবর নিতে শুরু করেছে । আমার মনে হয় প্রধানমন্ত্রীর ঘর প্রতি একজনের চাকরী দেয়ার যে কর্মসুচী ঘোষনা দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন করা উচিত । চাকুরী পেলে তারা হয়ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবে । আপনাদের কি মনে হয় ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.