স্থানীয় উন্নয়নের দায়িত্ব সাংসদদের দেওয়া হইয়াছে। সংসদে ঝগড়া- ঝাটিতে সময় নস্ট না করিয়া সরকারী টাকায় উন্নয়ন কাজ পরিচালনা করা অতি উত্তম। নিজেরও উন্নয়ন হইবে, দলের উন্নয়ন হইবে আর এলাকার উন্নয়নও হইবে। ফলে আগামী সংসদে নির্বাচনে ভোট পাওয়া সহজতর হইবে। এককাজে বহুত ফায়দা।
তবে উপজেলা চেয়ারম্যান গনের কাজ কি হইবে? সরকার তাহাদের গাড়ি দেওয়া শুরু করিয়াছে। তাহারা ঘুরিয়া বেড়াইবে। আর সাংসদরা কাজ করিবেন। ছোটদের ঘুরিয়া বেড়াইবার ফলে জ্ঞান বাড়িবে।
স্থানীয় জনগন উপজেলা চেয়ারম্যনদের ঘুরিয়া বেড়াইবার জন্য ভোট দিয়াছে।
সরকার গাড়ি দিয়াছে। ইহাতে যাহারা নাখোশ তাহারা গণতন্ত্রের শত্রু। তাহারা দেশের শত্রু। তাহারা স্বাধীনতা বিরোধী মৌলবাদী চক্র। দেশবাসী সাবধান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।