আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... প্রাথমিক শিক্ষকরা বাসা ভাড়া পেতেন ১০০ যা বাড়িয়ে করা হয়েছে ৫০০ , ৫০০ টাকা দিয়ে এখন কোন বস্তিতেও বাসা ভাড়া পাবেন না আর আমাদের মহামান্য সাংসদরা প্রতি মাসে কত টাকা ভাতা পান জানেন ?? বেতন ভাতার অবস্থা দেখে যারপরনাই বিস্মিত হলাম, একজন সাংসদ প্রতি মাসে বেতন পান দেড় লাখ টাকা। এর মধ্যে ৪০ হাজার টাকা পান গাড়ির খরচ বাবদ। এর বাইরে প্রতিদিনের অধিবেশন ভাতা উপস্থিত থাকলে এক হাজার আর অনুপস্থিত থাকলে ৩৭৫ টাকা, কি মজা প্রেজেন্ট না থাকলেও টাকা !! বার্ষিক বিমানভাড়া বাবদ এক লাখ টাকা, স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত হলে যাতায়াত ভাতাও পেয়ে থাকেন। প্রত্যেক সাংসদ একটি করে শুল্কমুক্ত গাড়ি পান। বিদেশ সফরও করেছেন তাঁরা। তার পরেও আমাদের সাংসদরা চুরি কম করেননা, পাঁচ বছরে হালাল ইনকামই ৯০ লাখ , গাড়ি বিমান ভাড়াতো বাদ , সাংসদদের বলে দেয়া যায়, কত টাকা এমনিতেই দিয়ে দিলে আপনার আর দুর্নীতি করবেন না , বেতন ভাতার অবস্থা দেখে যারপরনাই বিস্মিত হলাম, বেশী জানতাম এত বেশী ভাবি নাই . . . আমাদের ট্যাক্সের টাকা আর কত প্রথাসিদ্ধ উপায়ে ধনিক শ্রেণীর হাতে যাবে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।