আমাদের কথা খুঁজে নিন

   

সাংসদরা নীরব কেন: ড. কামাল

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল এবং ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করার সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে ড. কামাল হোসেন প্রশ্ন করেছেন, সাংসদরা নীরব কেন? এক আলোচনা সভায় বৃহস্পতিবার তিনি বলেন, “মাত্র ৪ মিনিটের সিদ্ধান্তে সরকার ঢাকাকে বিভক্ত করে চারশত বছরের ঐতিহ্যকে ধ্বংস করার চক্রান্ত করছে। একইভাবে হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিও বাতিল করা হয়েছে। ” এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সুশীল সমাজ, নাগরিক সমাজসহ সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করা উচিৎ ছিলো বলে মন্তব্য করেন তিনি। সাংসদদের উদ্দেশ্য করে ড. কামাল বলেন, “জনপ্রতিনিধিরা চাকরিজীবী নন।

আপনারা দেশের ১৭ কোটি মানুষের নির্বাচিত প্রতিনিধি। সংসদে যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলা আপনাদের সাংবিধানিক কর্তব্য। ” “আপনারা জনগণের সেবা করার শপথ নিয়েছেন। তাহলে আপনারা নীরব কেন?”- যোগ করেন তিনি। ‘শাসনতান্ত্রিক সংকট উত্তরণের উপায়’ শিরোনামে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত এ আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রবীণ সাংবাদিক এ বি এম মূসাও বক্তব্য দেন।

ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করতে সংসদে একটি বিল পাস হয় গত মঙ্গলবার। এর পরদিন এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ৪ ডিসেম্বর রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। একইদিন ডিসিসি মেয়র ও বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকার এক রিট আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানাতে সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল হয় তত্ত্বাবধয়াক সরকার ব্যবস্থা। এর আগে সর্বোচ্চ আদালতও এ ব্যবস্থা বাতিল বলে রায় দেয়।

Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.