আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করাসহ সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে সুস্থ ধারার ছাত্র আন্দোলন গড়ে তোলার আহবান নিয়ে ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত। সংগঠনের সভাপতি মানবেন্দ্র দেবের সভাপতিত্বে সভায় শোক প্রস্তাব, রাজনৈতিক ও ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনা, সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক রিপোর্ট ও পরিকল্পনা, অর্থ, জয়ধ্বনি ও বিবিধ এজেন্ডায় বিসত্মারিত আলোচনা ও সিদ্ধানত্ম গৃহীত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল। সভার শুরুতে এ কমিটির মেয়াদকালে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

রাজনৈতিক পর্যালোচনায় মানবেন্দ্র দেব বলেন, বর্তমান সরকার দিন বদলের কথা বলে ক্ষমতা গ্রহণ করলেও তারা নিজেদের ভাগ্যের বদল করে যাচ্ছে। সন্ত্রাস দুর্নীতি-টেন্ডারবাজি-অস্ত্রবাজি আজ ক্ষমতাসীন ছাত্র সংগঠনের প্রধান কাজ। শিক্ষাঙ্গনকে আবারো সন্ত্রাসীদের অভায়রণ্যে পরিণত করা হয়েছে। একারণে আবু বকর, ফারুক হোসেনরা অকাতরে প্রাণ হারাচ্ছে। তিনি বলেন, দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করতে হলে শিক্ষাঙ্গনকে সন্ত্রাস-দখলদার ও সাম্প্রদায়িকতা মুক্ত করতে হবে।

যুদ্ধাপরাধীদের বিচার এবং অবিলম্বে ’৭২-এর সংবিধানকে পুনপ্রতিষ্ঠা করতে হবে। সাধারণ সম্পদাক ফেরদৌস আহমেদ উজ্জল বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাসহ শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে মরিয়া একটি স্বার্থান্বেষী মহল। সাম্প্রদায়িক জামাত-শিবির চক্র আবারো ’৭১-এর মতো তাদের বিষ দাঁত বসাচ্ছে আমাদের উপর। তিনি বলেন, এখনই সময় এই ঘাতকতের প্রতিহত করার। ক্ষমাতসীন ছাত্রলীগের সন্ত্রাস ও দখলাদরিত্ব এবং সাম্প্রদায়িক ঘাতকদের বিরম্নদ্ধে আজকে ছাত্র ইউনিয়নের সুস্থ ধারার আন্দোলনকে বেগবান করতে হবে।

কসভায় সাংগঠনিক রিপোর্ট ও পরিকল্পনা উত্থাপন করেন সাংগঠনিক সম্পাদক এসএম শুভ, শোক প্রস্তাব উত্থাপন করেন সহ-সভাপতি মন্টি বৈষ্ণব, অর্থ রিপোর্ট উত্থাপন করে রাকিবুল হক, জয়ধ্বনি নিয়ে আলোচনা উত্থাপন করে অভিনু কিবরিয়া ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন সঞ্জয় বিশ্বাস, কিশোর বিশ্বাস, নাসরিন আক্তার, অমিয় চক্রবর্তী অর্ক, সাঈদ হাসান মিথুন, জিএম জিলানী শুভ, স্বাগতম কুমার মোদক, সোহেল মাহমুদ, আশরাফ, মো. আব্দুল হাকিম, কামরম্নস সালাম সংসদ, সুদেব চক্রবর্তী, এম আর খান জিতু, প্রদীপ শীল প্রমুখ জাতীয় পরিষদ নেতৃবৃন্দ। উল্লেখ্য, সারা দেশের সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ এবং সন্ত্রাস ও দখলদরিত্ব বন্ধ করার দাবিতে কেন্দ্রীয় জাতীয় পরিষদ সভার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাকসুর সামনে থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মানবেন্দ্র দেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক এসএম শুভ, মন্টি বৈষ্ণব, হাসান তারেক, সুচিত্রা সরকার, আবু তোয়াব অপু, রেদোয়ান আলী, রুমী আক্তার প্রমুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.