কোন রকমে টিকে থাকা শেষ, বেঁচে থাকার শুরু....
শান্ত নতুন ক্লাশে উঠেছে। নতুন বই এর গন্ধে সে উত্তেজিত। কিন্তু দিন যাচ্ছে ততই তার মন খারাপ হয়ে যাচ্ছে। কেন?
ধীরে ধীরে এক একটা বই তার আর ভালো লাগছে না। ভালো না লাগার কারণ কি?সে সেগুলো বুঝতে পারছে না।
বইএর ছবিগুলো কথাগুলো তাকে আর টানে না। সে শুধু বই খুলে আর পাতা উল্টায়। আর গদ গদ করে মুখস্ত করে যদি স্কুলের পড়া থাকে। ছাত্র হিসেবে সে খারাপ না। তবে ও বলে কি জানেন?কিছুইতো বুঝি না।
আমার মনে হলো কি এমন সমস্যা আছে যার কারণে তার বুঝতে সমস্যা হচ্ছে, বইগুলো থেকে সে আগ্রহ হারিয়ে ফেলছে? জানা খুব দরকার।
সম্প্রতি এক পত্রিকায় পড়লাম আমাদের পাঠ্যপুস্তকগুলো নেট এ পাওয়া যাচ্ছে। অনেকে নাকি ব্যবহারও করছে। বইগুলো পাওয়া যাচ্ছে পিডিএফ ফরমেটে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কর্তা ব্যক্তিরা বলীয়ান।
খুব হাস্যকর লাগে।
কারো যদি আমাদের এই নিরস আর মলীন বইগুলো দেখার ইচ্ছে হয় নিচে লিংক দিলাম দেখবেন আমদের ছোট ছোট ভাইবোন রা কি পড়ছে আর কি জানছে
প্রাথমিক আর মাধ্যমিক শ্রেণীর বই ডাউনলোড করতে
Click This Link
আমাদের লেখাপড়ার সিস্টেমটা এমনভাবে গড়ে তোলা যাতে অন্য কিছু করার কোন সুযোগ নেই। সারাক্ষণ দৌড়ের উপর রাখে। আমার অনেক কিছুই লেখার ছিল কিন্তু সময় হয়ে উঠে না। তারপরো কিছু মানুষ পারে এবং পারাতে সাহায্যও করে।
আমাদের অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন সব সময় তা হলো
- আমাদের পাঠ্যপুস্তক কেমন হওয়া উচিত?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।