আমাদের কথা খুঁজে নিন

   

ভরাট আবাদ

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

ভরাট আবাদ -আবু মকসুদ ফিরে গেলাম ঢেউপাশায়, আশায় উজ্জীবনের স্রোতে ফের কদম্বগাছের জটিল গন্ধ সঞ্চারিনী নীল আঁচল, বৃন্তফুল ফিরে গেলে বাঁশঝাড়ে শীত জমে, রঙ্গালয়ে গ্রহন নিদ্রাহীন ফিরে গেলে জ্যোৎস্না ডাকে, সোনালী ফসলে জমে বিস্মরণ ঢেউপাশার জননীমেঘ কোমলবাহু জলকণাবাহী স্বপ্নের প্রান্ত সবিতার খোলাচুল আর কালোমেঘ, ঢেউপাশার অমর ইশারা বহু আগেকার ঢেউপাশা গাছের পায়ের কাছে জমানো ধূলো এমন নজরকাড়া রাঙ্গাপরীদের ঝাক, অদূরে ভোরের রোদ্দুর এখানকার এই আবরণহীন অবুঝ উষ্ণতা বুকে জগদ্দল পাথর ঢেউপাশার ঘোরলাগা সেই পরমতৃপ্তি, পরমান্ন, ভরাট আবাদ আকাশের শুয়ে থাকা দিগন্তনীলে প্রজাপতি চোখের শিশির ঢেউপাশা কুঞ্ঝটিকা, আবরণহীন উদাস দুপুরে স্মৃতির মধুমাছি এই খস্‌খসে রোদে স্মৃতিতে ঢেউপাশা আর চন্দ্রবোড়া সাপ স্মৃতির মধুমাছি রোদ্দুরে হেঁটে যায়, ছুঁয়ে দেখে বিগতের পাপ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.