জীবনটা সিগারেটের ছাই........
গত ১৫ ডিসেম্বর এক চিলিয়ান অ্যাথলেট ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং চলাকালীন সময়ে হঠাৎ করে বাচ্চা প্রসব করলেন। মজার ব্যাপার হলো, তিনি জানতেন না যে, তিনি প্রেগনেন্ট।
ব্রাজিলের সাও পাওলোতে এ ঘটনাটি ঘটে। ২২ বছর বয়সী এলিজাবেথ পোবলেটে অনুশীলন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শিশুটিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়।
ডাক্তাররা হিসেব করে দেখেন তিনি ৬ মাস প্রেগনেন্ট ছিলেন।
এলিজাবেথ পোবলেটের ট্রেইনার হোরাচিও রেইস বলেন, কয়েক সপ্তাহ আগেও তিনি দেখেছেন এলিজাবেথ একটি প্রতিযোগীতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তখনও তাকে দেখে বোঝা যায় নি, এরকম কিছু ঘটতে পারে।
প্রাথমিক ধকল কাটিয়ে এলিজাবেথ নিজেই তার বাচ্চার নাম রাখেন, এরিক হোসে। নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেয়া বাচ্চাটির ওজন ১.১৫ কেজি।
লিংক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।