আমাদের কথা খুঁজে নিন

   

জাদুকর



কয়েক ফালি সাদা ছেঁড়া কাগজ দু'হাতে দলা পাকিয়ে- জাদুকর- শুন্যে ছুঁড়ে দেয়ার পর ডানা ঝাপ্টে ডেকে উঠলো একটি সাদা কবুতর কবুতরটিকে আদর করে, কপালে চুমো খেয়ে মঞ্চ থেকে সোজা ছুঁড়ে দেয়া হলো যুবতী দর্শক বরাবর- আর তাদের কোলে হেসে উঠলো গোছা গোছা রক্ত গোলাপ। কিন্তু পায়রা থেকে রক্ত গোলাপ হতে হতে আজ আমি অন্যকিছু চাই- বস্তু থেকে নির্বস্তু প্রাণ থেকে জড় হবার এই অসীম ক্ষমতা আমার আজ থেকে তোমাকেই দিলাম ও আমার পোষমানা মঞ্চ-জাদুকর; তুমি আমায় অন্ধ ও মূক করে দাও- জনতার মধ্যে বসে আমি শুধু শূনে ফেলবো মানুষের হিস হিস- আর কান থেকে কানে পাঠাবো ধ্বনি এক- অতঃপর ভন্ড ও প্রতারণাকারীরা সব বাড়ির দিকে এগুতে এগুতে সাদা বেড়াল হয়ে যাবে বাড়ির দিকে এগুতে এগুতে অন্ধ-বধির মূক হয়ে যাবে বাড়ির দিকে এগুতে এগুতে বারান্দার টবে, ছাদের গাছে ফুটে উঠবে বেলি ও সূর্যমুখী ফুল- অতঃপর আর কেউ কোনো দিন জানবে না তাদের নিখোঁজ বা মৃত্যু সংবাদ আর এই ঘটনা মাঝে মাঝেই ঘটবে আমাদের জনপদে-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।