ল্যাটিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ নিশ্চিত হতে পারে আর্জেন্টিনা ও কলম্বিয়ার। সে সঙ্গে সম্ভাবনা রয়েছে চিলিরও। মেসিরা আগামীকাল সকালে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছেন অ্যাওয়ে ম্যাচে। অন্যদিকে কাল ভোরে উরুগুয়ের অতিথি হচ্ছে কলম্বিয়া। আর্জেন্টিনা এবং কলম্বিয়া দুই দলই নিজেদের ম্যাচে জয় পেলে ভাগ্য খুলে যাবে চিলিরও। এছাড়া আজ গভীর রাতে ইকুয়েডর-বলিভিয়া এবং আগামীকালে ভোরে ভেনেজুয়েলা-পেরুও মুখোমুখি হচ্ছে ল্যাটিন অঞ্চলের বাছাই পর্বে। ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে সমান পয়েন্ট কলম্বিয়ারও। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিলি। আজ উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়া জয় পেলে পঞ্চমে থাকা উরুগুইয়ানদের পয়েন্ট হবে ১৪ ম্যাচে ১৯। সেক্ষেত্রে পরের দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট ২৫এর বেশি হতে পারছে না। অন্যদিকে আর্জেন্টিনাও যদি প্যারাগুয়ের বিপক্ষে জয় পায় তবে মেসি ও ফ্যালকাওদের পয়েন্ট হবে ২৯ করে। বিশ্বকাপ নিশ্চিত! উরুগুয়ের জন্য সরাসরি বিশ্বকাপ খেলা কঠিনই হয়ে যাবে আজ পরাজিত হলে। পরের দুই ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে ইকুয়েডর (১১ অক্টোবর) ও আর্জেন্টিনার (১৫ অক্টোবর)। এদিকে ইকুয়েডর আজ বলিভিয়ার বিপক্ষে জয় পেলে তারাও ব্রাজিল যাত্রার খুব কাছাকাছি পেঁৗছে যাবে। এদিকে লিওনেল মেসি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাকে কঠিন হবে বলেই মনে করছেন। 'এটি কঠিন ম্যাচ হবে। তবে আমাদের সময়টা ভালো যাচ্ছে। আর আমি আশা করি এই ম্যাচেও তা অব্যাহত থাকবে।' মেসির এই ঘোষণা একদিকে যেমন নিজেদের জন্য সতর্কতা অন্যদিকে পয়েন্ট তালিকার আট নম্বরে থাকা প্যারাগুয়ের জন্য ভয়েরও। প্যারাগুয়ের বিপক্ষে গত ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসি ছাড়াও ডি মারিয়া এবং হিগুয়েন গোল করেছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।