আমাদের কথা খুঁজে নিন

   

হয়তো কারো কোন কাজে আসবে.......

মানুষের জীবনের ঢের গল্প.......

জরুরী মূহুর্তে করনীয় পূর্ব প্রস্তুতি যে সকল প্রয়োজনের অতিরিক্ত আসবাব রয়েছে বাড়িতে তা সরিয়ে ফেলা যেতে পারে। শুধু বাড়িতে কেন এই অভিযান চলতে পারে অফিসে , স্কুলে সব জায়গাতেই। এজন্য কিছু সংস্থা ও আছে য়ারা টাকা দিয়ে পুরোনো আসবাব কিনে থাকে, প্রয়োজনে তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে। ইন্টারনেটেও পেয়ে যাবেন এ বি্যয়ে অনেক তথ্য। যোগাগোক করতে পারেন "হ্যজার হান্ট" নামক অমেরিকার কম্পানির সাথেও যারা আপনাকে কোন আসবাব রাখবেন তা নির্ধারন করতে সাহায্য করবে।

আমাদের ২তয় পদক্ষেপ হতে পারে ভূমিকম্প অথবা ডাকাতি বা অন্য যেকনো জরূরী অবস্থার জন্যে পরিক্লনা । এই পরিক্লপনা কোথাও বেড়াতে যাওয়ার পরিক্লপনার চেয়ে খুব বেশি আলাদা কিছু নয়। আমরা এর জন্য করতে পারি একটি তালিকা যেখানে থকবে ফায়ার ব্রিগেট, পুলিশ, ডাক্তার, অ্যম্বুলেনস, ব্লাড ব্যাংক এর মত প্রয়োজনী যায়গার ফোন নম্বর আর নিকটস্থগুলোর লোকেশন। এখননি সময় নিজেকে তৈড়ি করার। আরো একটি ব্যাপার যেটা অবস্যক করনীয় সেটা হল জরুরী অবস্থায় প্রয়োজন হতে পারে এমন জিনিস হাতের কাছে রাখা।

জরুরী মূহুর্তে করনীয় যে সকল প্রয়োজনের অতিরিক্ত আসবাব রয়েছে বাড়িতে তা সরিয়ে ফেলা যেতে পারে। শুধু বাড়িতে কেন এই অভিযান চলতে পারে অফিসে , স্কুলে সব জায়গাতেই। এজন্য কিছু সংস্থা ও আছে য়ারা টাকা দিয়ে পুরোনো আসবাব কিনে থাকে, প্রয়োজনে তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে। ইন্টারনেটেও পেয়ে যাবেন এ বি্যয়ে অনেক তথ্য। যোগাগোক করতে পারেন "হ্যজার হান্ট" নামক অমেরিকার কম্পানির সাথেও যারা আপনাকে কোন আসবাব রাখবেন তা নির্ধারন করতে সাহায্য করবে।

আমাদের ২তয় পদক্ষেপ হতে পারে ভূমিকম্প অথবা ডাকাতি বা অন্য যেকনো জরূরী অবস্থার জন্যে পরিক্লনা । এই পরিক্লপনা কোথাও বেড়াতে যাওয়ার পরিক্লপনার চেয়ে খুব বেশি আলাদা কিছু নয়। আমরা এর জন্য করতে পারি একটি তালিকা যেখানে থকবে ফায়ার ব্রিগেট, পুলিশ, ডাক্তার, অ্যম্বুলেনস, ব্লাড ব্যাংক এর মত প্রয়োজনী যায়গার ফোন নম্বর আর নিকটস্থগুলোর লোকেশন। এখননি সময় নিজেকে তৈড়ি করা নিজেকে এবং পরিবারের সবাইকে যে কোন ধরনের দুর্ঘটনার সময় সাহায্য করতে হাতের কাছের ই রাখতে পারি প্রয়োজনীয় কিছু জিনিস যেমন শুকনো খাবার, বিশুদ্ধ পানি, টর্চ লাইট অথবা মোমবাতি, ব্যটারী, ফারার ডিস্টিংগুসার, বালি, শব্দ করার জন্য বাঁশি ও রাখা যেতে পারে। অতিরিক্ত কিছু টাকা সব সময় আলাদা করে রাখা উঠিৎ।

আর র্ফাস্ট এইড বক্স তো আছেই। আরো ও একটি বি্ষয় বাড়ি তৈরী করার সময় অবস্যই রাজউকের আনুমতি নেয়া উচিৎ। েবং একজন ইন্জিনিয়ারের সাথে আলাপ করে নিলা আরো ভাল। ভুমিকম্প শুরু হলে আমরা কি করবো বুঝে উঠতে পারি না। যদি এক তলা বাড়ি হয় তবে লাফিয়ে পরবো।

তবে সবচেয়ে বুদ্ধিমানের মত কাজ হবে যদি আমরা ভুমিকম্প শুরুর সাথে সাথে মেঝেতে শুয়ে পড়ি এবং শক্ত কোন কিছু যেমন পড়ার টেবিল, ডাইনিং টেবিল , শোবার খাট ইত্যাদির নিচে আশ্রয় নেই। যাকে ইংরেজিতে বলে "Drop, Cover, and Hold On " এতো গেল পূর্বে এবং দূর্যোগের সময় করণীয়। এখন আসা যাক আমাদের পরবর্তি পদক্ষেপ কি হবে সে ব্যাপারে। প্রথমেই নিশ্চিত হতে হবে যে আমাদের কতটুকু প্রশিক্ষন আছে । নতুবা নতুন করে আরো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে সামান্য ভুলে।

ক্ষতিগ্রস্থ হতে পারে , গ্যাস, পানি অঠবা বিদ্যুতের লাইন। এগুলোো সংযোগ বিচ্ছিন্ন হলে সংস্লিস্ট কতৃপক্ষ কে জানাতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।