আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার ঈদ পুস্ট মডারেশন আখেরী কিস্তি



ও আরেকটা কথা কইতাম ভুইলা গেছিলাম। মডু হইবার সুবাদে আমি কিছু সিক্রেট ফোল্ডারে ঢুইকা পড়ছিলাম ও হায় খোদা!!! সেখানে যেইসব মডারেশন করা পোস্ট দেখলাম তো এইবার সেইসব মিলায়া আখেরী কিস্তি ছাড়লাম টিংকু ট্রাভেলার চলো যাই খাজুরাহে - ছবি ব্লগ ব্রাত্য রাইসু আমার প্রিয় বোতলেরা সুমন রহমান ব্লগ জনপ্রিয়তা পাবার ফন্দি (এইটা গুগল সার্চ পাতা ) জানা সামু পিকনিকের ছবিগুলি (এইটা পুস্ট না ফোল্ডার আছিল ) আরিল সামু ব্লগ রেভিন্যু ইনকাম ২০০৮ ( এইটাও লুকানো এক্সেল ফাইল) শয়তান 'পিডা আস্তিক' আন্দোলনে যোগ দিন তামিম ইরফান আমার বান্দরবেলা- চটি পাঠ পর্ব ফকির ইলিয়াস তৈলাক্ত শব্দাবলী আরিফুল ইসলাম শিবির কর্মীদের এইডস না হবার গোপন মাজেজা আরিফ জেবতিক সশস্ত্র ব্লগ আন্দোলনের রূপরেখা- আন্ডারগ্রাউন্ড পর্ব রাজামশাই আমার দুয়োরাণির গল্প মাহবুব মোরশেদ আলু ব্লগের নীল নকশা (এইডাও হিডেন ফোল্ডার সামুর হার্ড ড্রাইভে ) জটিল নিষিদ্ধ পল্লীতে ভ্রমণ ও আমার এইডস সংক্রান্ত জটিলতা ইমন যুবায়ের সহজ উপায়ে কাটপিস লেখা টাইপের কৌশল (সমাপ্তি) প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব এইখানে শেষ নয় , সামুর হার্ড ড্রাইভে যেই সব ফাইল আর ফোল্ডার পাইছি ঐটা নিয়া কিছু বলার আকাঙ্খা রাইখা গেলাম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।