আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার বৎসফূর্তি পুস্ট



দেখিতে দেখিতে কাটে, ব্লগে এক সন; না ছাড়িব ব্লগ কভু, আজ করি পণ চোরঁকাটা নামে এক পুস্ট দেয় পুপা কে আমার, আমি কার; কার জানি ফুপা খোঁচাখুচি লাগে ভালো, তাই লেখে ছড়া তেড়ে মেরে ধেয়ে আসে, লেখে বড় কড়া বছর আর তিন দিন, কেটে গেলো আজ, ব্লগীয় দোস্তদের ভাবে, ফেলে সব কাজ। অক্ষর, রাতমজুর- ভাঙ্গা পেন্সিলে, ছাই পাশ লিখি তবু , প্লাস খালি মিলে সহেলী ও দিলরূবা- লীনা আসে প্রায়ই মোতাব্বিক কাগু মোর, প্রাণপ্রিয় ভাইই সাইফুর, শান্ত ও চিকনা মাই Buddy কোজাগরী দেখলেই, পিটা ফাডাফাডি শান্তির দেবদুত, পোলা ভালো ছেলে ব্লগেতে মারে সে ঢু, বউ দেশে গেলে কালু দাদা, লোক অতি-শয় সজ্জন যে যাই বলুক লোকে, রাগিবোনা পণ চানাচুর পিচ্‌কিটা বড় হবে কবে আইরিণ অবশেষে, কাটে লেজ তবে কানাকানি শুনি শুধু, মেঘু নাকি মডু খালি নাকি পুস্টের, তুলে রাখে ফডু জেলীদিও আজকাল গেছে পথ ভুলে অপ্‌সরা মাঝে মাঝে দেখে খাতা খুলে মদন আর পান্নারে পাইনাতো আর লুলরাতো আসেইনা, কার ধারে ধার ?! লেখালেখি বোর লাগে মেমোরীও কম নাম কিছু লিখতেই ফুরালো যে দম উফ্‌ হাপায় উঠছি! লোকজন ক্যামনে যে পুরা ব্লগের সব সদস্যের নাম তুইলা দেয় ! নিজ গুণে ক্ষমা কইরা দিয়েন গো আপনেরা! বছর পার হইছে কদিন আগে। দুয়া করেন যেন শ পার করবার পারি। সবাইকে চোরকাঁটার পক্ষ থেকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।