একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।
মাটির সোঁদা গন্ধ বুক ভরে নেয়া হয়নি
কতদিন।
কংক্রিটের ছাদে মিইয়ে যাওয়া বৃষ্টির ছন্দ,
যেন বিগত যৌবনা কোন নর্তকীর নূপুর।
তপ্ত পীচের উপরে বৃষ্টির ভাপ ওঠে,
ঠাণ্ডা হওয়ার আগেই গরম হয়ে যায় বাতাস।
বৃষ্টিও যেন দু'দন্ড শান্তির জন্য খোঁজে সবুজ
কিন্তু তার ভাগ্যে শিকে ছেড়ে না,
গ্রীলের আড়ালে বারান্দার শোভা বাড়ায় শুকনো পাতা গুলো।
বৃষ্টি ভেজা টাটকা সবুজ দেখা হয়নি
অনেকদিন।
ভেজা কাকের দল আশ্রয় নেয় সানশেডের আড়ালে
বৃষ্টির সাথে খিলখিলিয়ে ওঠে দু'জন কিশোরী
ছাদে, কিংবা বারান্দায়।
মশলা দেয়া রং চায়ের মিষ্টি সুবাস এসে পূর্ণতা দেয়
জানালার ফ্রেমে বাঁধানো শহুরে বৃষ্টিকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।