অকালকুষ্মান্ড তড়িত প্রকৌশলী
এক্দা প্রত্যুষে জনৈক চৈনিক দার্শণিক বলিতেছিলেন " গত রাত্রে আমি স্বপ্নে দেখ্লাম, আমি প্রজাপতি হইয়া আকাশে বাতাসে উড়িতেছি, ফুলে ফুলে মধু খাইতেছি৷ স্বপ্ন এতই মধুর ছিল যে আমার এক বারের জন্যও আমার স্বরণে আসে নাই আমি মনুষ্য প্রজাতির ৷
ঘুম ভাংগিবার পর খালি মনে হইতেছে, কে জানে আমার এই মানব জীবন কোনো দুষ্ট প্রজাপতির স্বপ্ন কিনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।