আমাদের কথা খুঁজে নিন

   

ইতিকথা - বাটার চিকেন

মেঘলা আকাশের নিচে, বৃষ্টি হয়ে পরি শেষে...
কণাঃ দুপুরের খাবার খেয়েছ? বন্ধুঃ হে! কণাঃ কি দিয়ে? বন্ধুঃ বাটার চিকেন। ঃ) ~~~~~~~~~~~ কণাঃ রান্না করেছ? বন্ধুঃ না কাল না করেছিলাম? কণাঃ ও! রাতের খাবার শেষ? কি খেলে? বন্ধুঃ তুমি বল? কণাঃ একটু হেসে, আবারও বাটার চিকেন? বন্ধুঃ হুম! কণাঃ কোনদিন তুমি চিকেন হয়ে যাও আল্লায় জানে! ~~~~~~~~~~~~ কণাঃ সকালে নাস্তা করেছ? বন্ধুঃ হে! কণাঃ হুম, কি করলে? বন্ধুঃ আর কি বল? তোমার মত আমার মা নেই যে ভাল ভাল খাব। আমার সব চেয়ে পচ্ছন্দের খাবার খেলাম। এইবার তুমি বল আমি কি খেয়েছি? কণাঃ উম, একটু হেসে, তুমি আবারো চিকেন খাওনিত? বন্ধুঃ নাহ! হলনা! আমি খেলাম রুটি আর আমার পচ্ছন্দের... কণাঃ যাক বাবা তুমি আর তোমার চিকেন। আমিত ভাবলাম তুমি কিনা আবার...দুপুরে কি বাটার চিকেন চলবে? বন্ধুঃ অবশ্যয়, চিকেন এসেছে সর্গ থেকে।

রাত দিন আমি চিকেন খেতে পারব। খাবার টেবিলে বসতে না বস্তেই কণা বাটার চিকেন দেখল। আজ বাসায় বাটার চিকেন রান্না হল। হাস্যকর, যত কণা ভুলে থাকতে চাই তার যেন পিছু ছাড়েনা মরণ...আর মনে পড়ে গেল সেই বন্ধুর কথা। সে কি এখন বাটার চিকেন খায়? নিশ্চয়! ওর সব চেয়ে পচ্ছন্দের খাবার হল চিকেন।

হাহাহা চিকেন নাকি সর্গ থেকে এসেছে। কণা একদম সয্য করতে পারেনা। তারপর চিকেন গুলোর দিকে তাকিয়ে দু'ফোটা পড়ল। উঠে চলে যাই বিছানাই...অবশেষে "বাটার চিকেন" স্বপ্নে এসে তাড়া দেই কণাকে। একি হল? চিকেন কথা বলতে পারে? কানে কানে এসে বলছিল, বন্ধুর কথা মনে পড়াতে আমায় খেলেনা? আমি কি দোষ করেছি? আমিত তোমার বন্ধু নই, যে বন্ধু তোমার সাথে নেই, পাশে নেই তার এত পরোয়া করছ কেন? একথা চিকেন নই কণা নিজের সাথে জরিপ করছিল...এপাশ ওপাশ করে পার হই আর একটি রাত...
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।