আমাদের কথা খুঁজে নিন

   

"জনৈক জর্জ বুশ আর আমাদের অক্ষম নিস্ফলা ক্রোধ"- অন্য কথা!

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের জন্য ইরাকী জনগনের পক্ষ হতে দেয়া 'জুতা উপহার' নিয়ে অনেকে অনেক কথাই বলছেন। গতকাল হতে তাই পড়ছি। কেউ বলছেন ভাল হয়েছে আর কেউ আধুনিক সভ্যতার দোহাই দিয়ে বলছেন যে, ভালো হয় নি। আমি একটু অন্যভাবে বলতে চাই।

বছরের পর বছর ধরে নির্যাতিত ইরাকীরা চোখের সামনে দিয়ে নিরপরাধ পিতা-মাতা-সন্তানদের বিনা চিকিৎসায়, রাইফেল-বোমার আঘাতে মরে যেতে দেখছে। সারা পৃথিবীর সমস্ত সভ্য মানুষের নিন্দা-ধিক্কারকে বৃদ্ধাংগুলি দেখিয়ে যে মানুষটির নির্লজ্জ অংগুলি হেলনে এই সব অপকর্ম হয়েছে তাকে সামনে পেয়ে নিরস্ত্র এক ইরাকী এর চেয়ে বেশি আর কীইবা করতে পারতো? সন্দেহ নেই, সাংবাদিকতা পেশায় যে দায়িত্বানুভূতি থাকা উচিৎ, ভদ্রলোক তার প্রতি সুবিচার করতে পারেন নি; কিন্তু সাংবাদিক মুনাতাদার আল-জাইদি -এর চেয়ে একজন হাত-পা বাঁধা ইরাকীর পরিচয়ই এখানে প্রযোজ্য বলে মনে করছি। সবশেষে, আরেকটা নির্মম সত্য কথা। মাত্র দশ-বারো গজ দূর হতে দু-দুবার চেষ্টা করেও অপ্রস্তুত পঞ্চাশোর্ধ বুশের গায়ে জুতো মেরে মধ্যতিরিশের এক সমর্থ যুবক লক্ষ্যভেদ করতে পারলো না! এটাই মাপকাঠি! কেন ওরা বিশ্ব শাসন করে আর কেন আমরা শাসিত হই! রবীন্দ্র বাবু তার 'শেষের কবিতা'য় একটা কথা বলেছিলেন; (মুখস্থ নাই, ভুল হলে রবীন্দ্রপ্রেমীরা মাফ করবেন), 'অসম্ভবের জন্য প্রস্তুত থাকাই সভ্যতা, অসভ্যতা চিরকালই অপ্রস্তুত'। কেন যেন মিল খুঁজে পাচ্ছি।

ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.