যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
সমুদ্রমন্থণ শেষে খুঁজে পেলাম
সেই পুরোনো চিঠিগুলো।
প্রায় অস্পষ্ট কোণাছেঁড়া ধূসর
অথচ লেখাগুলো অমলিন।
তুমি লিখেছিলে..........
কিভাবে পার এত নির্লিপ্ত
ভালবাসি বলতে?
কিভাবে পার হঠাৎ দিগন্তরেখায়
মিলিয়ে যেতে?
কিভাবে পার সমুদ্র না দেখার
কষ্ট সইতে?
আমি লিখেছিলাম.................
সমুদ্রঢেউ এসে তোমার পা ছুঁয়ে
গেছে সেখানে,
ঠিক যেখানে আমি দাঁড়ানো ছিলাম,
সেবার ছিলাম আমরা দুজন
এবার তুমি একা!
তুমি লিখেছিলে.........
বিস্তীর্ণ শূণ্যে একা আমি
বারবার ব্যবচ্ছেদ করি নিজেকে,
খুঁজে ফিরি তোমাকে,
কখনো বিন্দুতে মেশা দিগন্তে
কখনো আছড়ে পড়া ঢেউয়ে-একা,
কি ভীষণ রকম একা !
আমি লিখেছিলাম..................
আমার সকল কান্না জমানো রইল
বেরুবেনা কোনদিন,
কিন্তু পেছন ফিরো না তুমি
বাঁধ ভেঙ্গে যাবে,
আমি প্লাবন সইতে পারি না.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।