I realized it doesn't really matter whether I exist or not.
পানির ভয়াবহ সংকটের কথা জানেন না এমন সচেতন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সচেতন বলছি, কারণ সাধারণত সবাই প্রতিদিন সংবাদ দেখেন। সংবাদে গত কয়েকদিন হেডলাইন ছিল পানির এই ভয়াবহ সংকট। এখন অবশ্য রাজনীতিকদের নিয়ে দারুণ দারুণ সব খবর বের হওয়ায় সেসব খবর আর সংবাদ বা পত্রিকার পাতায় জায়গা পায়না। কিন্তু তাই বলে মানুষের দুর্ভোগ শেষ হয়ে যায়নি।
সিয়াম সাধনার এই মাসে ভোররাতের দিকে কিছুক্ষণ আর রাত এগারটা কি বারোটার দিকে কিছুক্ষণ (স্থান মিরপুর এলাকা) পানি আসে। আর বাকি সারাদিন পানির কোন খোঁজ নেই। যতক্ষণ সূর্য আকাশে থাকে। ততক্ষণ পানির কোন দেখা পাওয়া যায়নি গত একটি মাসজুড়ে। এমতাবস্থায় ওয়াসার কি উচিৎ নয় যেভাবে সম্ভব পানির এ সমস্যা দূরীকরণে উদ্যোগ নেয়া? আমরা ঘরে বসে খবর পেয়ে থাকি যে, ওয়াসার গাড়ি পানি নিয়ে দিয়ে আসে পানিহীন এলাকাগুলোতে।
কিন্তু যারা বাস্তবতা জানেন, তারা এই বিষয়কে মোটেই প্রাধান্য দিবেন না। কারণ, ওয়াসার পানি বিতরণ মোটেই দুর্নীতিমুক্ত নয়। দেখা যায়, পানি বিতরণের জন্য যেই লোককে দায়িত্ব দেয়া হয়, সেই লোক আগে নিজের ঘরের শেষ গ্লাসটি পর্যন্ত পানি ভরে রাখেন। পরে যাদের ঘরে একফোঁটা পরিমাণ পানিও নেই, তাদের ঘরে পানি যায় একেবারেই অল্প। বুঝতেই পারছেন এ খাতের দুর্নীতিটা কীভাবে ঘটানো হয়ে থাকে।
ওয়াসার কাছে সাংবাদিকরা গেলে তারা একই বুলি বারবার বুঝিয়ে বিদায় করে দেয়। তাদের এক কথা, বিদ্যুৎ সমস্যায় আমরা পাম্প চালাতে পারি না। মাঝে মাঝে তো সেটাও অস্বীকার করে বসে ওয়াসা কর্মকর্তারা।
ধরলাম, বিদ্যুৎ সমস্যায় তারা পানির পাম্প চালাতে পারেন না বিধায় সব এলাকায় নিরবচ্ছিন্ন পানি সরবরাহ সম্ভব হয় না। তাহলে তারা পানির বোতল বাজারজাত করে কীভাবে?
আজকের যায়যায়দিন পত্রিকার ব্যাকপেজে দেখুন।
ওয়াসা কি দারুণ একটা বিজ্ঞাপণ দিয়েছে। বাজারের সবচাইতে কমমূল্যের বোতলজাত পানি। নাম দিয়েছে শান্তি। হুহ্!
আমার প্রশ্ন হচ্ছে, যারা মাসে মাসে পানির জন্য বিল দিচ্ছে। তাদেরকে পানির নিশ্চয়তা না দিয়ে তাদেরকে পানি বোতলজাত করে বিক্রি করতে কে বলেছে? ওয়াসা পানি তখনই বিক্রি করতে পারতো, যখন তাদের প্রয়োজনের অতিরিক্ত থাকতো।
যদি এমন হতো, যে সবস্থানে সর্বক্ষণ পানি পাওয়া যাচ্ছে, এরপরও ওয়াসায় প্রচুর পানি রয়ে যাচ্ছে। অতিরিক্তি এই পানি বোতলজাত করে বিক্রি করছে ওয়াসা। যেখানে তাদের আসল কাজ (বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা)-ই বাধাগ্রস্থ, সেখানে তারা আবার পানি বোতলজাত করে বিক্রি করছে কীভাবে? আর বোতলজাত করার মত পানি তারা কোথায় পাচ্ছে যদি বিদ্যুৎ সমস্যার কারণে তারা পাম্প না চালাতে পারে? যদি এমন হয়, যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে গিয়েছে! তাহলে তো এলাকায় পানি থাকার কথা। এলাকায়ও পানি সরবরাহ নেই, ওয়াসাও পানি বিক্রি করছে বাজারে, এটা কেমন কথা?
আপনি কি কিছু বুঝতে পারছেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।