আমাদের কথা খুঁজে নিন

   

একটি হাসির কৌতুক

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

[ ১৮ বছরের নিচের ব্লগারদের পড়া নিষেধ। ] অনেক দিন ধরে বন্ধুর সাথে দেখা হয়না করিম সাহেবের। তাই ভাবল-একদিন সন্ধায় গিয়ে বন্ধুর সাথে সারারাত আড্ডা মেরে পরের দিন চলে আসবে। একদিন সন্ধায় করিম সাহেব যথারিতী বন্ধুর বাড়িতে হাজির।

গিয়ে দেখে বন্ধু বাড়িতে নেই। এদিকে রাত্র হয়ে যাওয়ায় ফেরত আসাও কঠিন। তাই ভাবী [ বন্ধুর বউ ] অনুরোধে থেকে যাওয়ার মনস্থির করল। রাত্রে খাওয়া-দাওয়া করার পর কিছুক্ষণ আড্ডা মারল ভাবী, বন্ধুর বোনের সাথে। আড্ডা শেষে শুয়ে পড়ল।

মাঝরাতে হঠাৎ ভাবী বলতে লাগল আপনার ভাবীতো নাই ইচ্ছে করলে আপনে আমার এখানে চলে আসতে পারেন। তার কিছুক্ষণ পর বন্ধুর বোনটি বলছে- সেকেন্ড হ্যান্ড জিনিস না ধরতে চাইলে আমার কাছে চলে আসেন। এদিকে বাসার কাজের মেয়েটি বলতে লাগল- ভাইরে একটু গরীবের দিকেও তাকায়েন। শেষ পর্যন্ত করিম মিয়া কার দিকে তাকিয়ে ছিলো তা আজও জানতে পারিনি। কিছুদিন আগে করিম মিয়ার সাথে দেখা হইলে এটা জিজ্ঞেস করতেই করিম মিয়া লজ্জায় মাটিতে শুইয়া পড়ল, কিন্তু কিছু বলেনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.