জাতি হিসেবে আমরা মোটেই সৎ নই। যদি কোন জিনিষ আমরা একবার হারিয়ে ফেলি বা কোথ্াও ভুলে ফেলে রেখে আসি তবে সেটা ফেরত
পাবার সম্ভাবনা নেই বললেই চলে। কদাচিৎ যদিবা কোন সৎ লোকের হাতে পরে তবে ফেরত পাওয়া গেলেও যেতে পারে, সেটা শতকরা হিসাবের মধ্যে পরবেনা।
অথচ আমাদের এশিয়ারই আর একটি দেশ জাপানের লোকদের সততার কথাই ভাবুন। সেখানে ২০০৫ সালে শুধু টোকিওতেই ২,৫৫,৮৪৪টি ওয়ালেট হারানোর রিপোর্ট হয়েছিলো যার মধ্য থেকে ১,৯৪,১৩৯টি ফেরত পাওয়া যায়।
একই সালে টোকিও শহরের মেট্রোপলিটন পুলিশের "Lost and Found Center" এর ভাষ্যমতে ১,০০,১৪৭টি
মোবাইল ফোন হারিয়ে যাবার রিপোর্ট হয়েছিল, যার মধ্যে থেকে ৯৫,০০০টি ফিরে পাওয়া গিয়েছিল। চমকপ্রদ খবর নিশ্চয়!
বিশ্বের অনেক উন্নত দেশের মত জাপানের স্কুলগুলোতেও সততার বিষয়ে শেখানো হয় কিন্তু অন্য দেশে জাপানের মত সেই শিক্ষার ব্যাবহারিক প্রতিফলন তেমন দেখা যায় না। একজন বৃটিশ ব্যাংকার "ডিক ক্যাটালিন" বলেন, লন্ডনের কোন দোকানের সামনে যদি আপনার ছাতাটা ফেলে আসেন তবে তা মূহুর্তের মধ্যে উধাও হয়ে যাবে। অথচ তিনি তার ক্যামেরা মোবাইল ফোন ও বাসার চাবি জাপানের একটি বারে ফেলে এসেছিলেন এবং পরদিনই সব ফেরত পেয়েছিলেন।
এ থেকেই বোঝা যায় জাপানিরা কতখানি সৎ।
আর আমরা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।