আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমাপ্রার্থী

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

শুন্য ‌আলমিরার দিকে অবাক বিষ্ময়ে রই তাকিয়ে , একদা তিল তিল করে ভরেছিলাম তা কষ্ট দিয়ে। তেলাপোকাগুলো সব খাবলে কেড়ে নিল এতোদিনের যক্ষের সম্পত্তি, আজ শুন্যের কোঠায় নেমে গেল দূর্নীতির প্রমান-আজ অব্দি। মুখ আজ আমার বাক্স বন্দি চোখ দুটোকেও আটকাতে পারতাম যদি, ঢুকড়ে ঢুকড়ে কাদঁতে তাহলে হতনা আজ বুঝি। হাতের শাস্তি কেন সারা শরীর পাবে, শুধু চোখ আর মন বাদে সবাই নিদারুন দেবশিশু যে। কালের শুরু থেকেই নাকি এই অবিচার চলছে, একের দোষে নাকি নির্দোষরা শাস্তি পাচ্ছে! সে ধারাতেই আজ আমার ক্ষনে ক্ষনে পুড়ে পুড়ে ছাড়খার হওয়া, বিধাতা আমি মাফ চাই এবার কি যায় না আমায় ছেড়ে দেয়া?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.