যায় দিন যায়.....
"তোমার ঐ মনটা কে
একটা ধুলো মাখা পথ করে দাও
আমি পথিক হবো
ভালোবাসার কিছু পদধ্বনি
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব"
--------------------------------
আজকাল কি যে হয়েছে আমার
সব কিছুর মাঝে চলে আসো তুমি
সবার মাঝেই তোমাকে দেখতে পাই
তোমাকে জোড় করে সরাতে চাই বলেই
হয়তো এই ঝামেলা...
আমিই একদিন বললাম আমার এক বন্ধুকে,
তুমি যদি সত্যি ভুলতে চাও তাকে, তবে
নিজ থেকে ভোলার চেষ্টা করো না কখনও।
আর আমি আজ কি করছি?
কেনো এমন হয়?
কেন নিজেকে নিয়ন্ত্রন করতে পারছি না আমি?
সুন্দর একটা বিকেল
তোমার কথা মনে পরবে না
তা কি হয়?
তোমাকে কি হারিয়ে ফেলেছি?
না হারিয়ে ফেলেছো তুমি আমায়?
ভেবে দেখো আরও একবার......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।