কক্সবাজারের এক অখ্যাত অজ্ঞাত ব্যক্তি জনৈক বদর আজিজ উদ্দিন বেগম খালেদা জিয়া ও জামায়াতের আমীর মওলানা মতিউর রহমান নিজামীসহ ২৮ জন বিখ্যাত রাজনৈতিক নেতা ও প্রাক্তন জনপ্রতিনিধির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তার মামলার অভিযোগে বলা হয়েছে যে, এই ২৮ জন নেতা ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় সংঘটিত গ্রেনেড হামলায় জড়িত। এটি এমন একটি মামলা যেটি পত্র পাঠ বিদায় হওয়ার যোগ্য। কারণ বদর আজিজ নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী বলে দাবি করছে। সে আরো দাবি করেছে যে সে ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত হয়েছিল।
অথচ স্বয়ং শেখ হাসিনাই বলছেন যে তিনি বদর আজিজকে চেনেন না। কক্সবাজারে ঐ নামে আওয়ামী লীগের কোনো কর্মী আছে বলে তার জানা নাই। শেখ হাসিনা আরো বলেছেন যে ২১ আগস্টের গ্রেনেড হামলায় যারা আহত হয়েছিলেন তাদের সকলেরই চিকিতসা দলের তরফ থেকে করানো হয়েছে। যারা আহত হয়েছিলেন তাদের একটি তালিকা তার কাছে আছে। কিন্তু সেই তালিকায় বদর আজিজ বলে কোনো নাম আছে, তেমনটি তিনি মনে করতে পারছেন না।
সুতরাং দেখা যাচ্ছে যে বাদী বদর আজিজ মামলার প্রথম রাউন্ডেই ফেল করেছে। সে একজন আওয়ামী লীগার এবং সে ২১ আগস্ট আহত হয়েছিল- তার এই দু’টি বক্তব্য স্বয়ং শেখ হাসিনা অস্বীকার করেছেন। এহেন বদর আজিজের অতীত জীবন স্বাভাবিকভাবেই জানতে ইচ্ছা করে।
(আরও আসছে)
>>চলছে চলবে>>
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।