আমাদের কথা খুঁজে নিন

   

পথের গল্প

আ মা র আ মি

নাবিস্কোর মোড়ে কোন ট্রাফিক সিগনাল নেই, ঘটনাটা ওখানেই দেখি সবচে বেশি। সকাল আটটা এবং তার খানিকটা আগে, কখনো বিকালে, সন্ধায়, আর রাতেও। সবচেয়ে বেশি ঘটে এই এলাকার গার্মেন্টস কমর্ীরা যখন কাজে যায় আর ঘরে ফেরে। একে একে জমতে থাকে মানুষ রাস্তার পাশে। পাশাপাশি, কাঁধে কাঁধ।

সে জমায়েতে দেখা যায় কিছু অনভ্যস্ত মানুষও। অপেক্ষা চলে আরও খানিকটা। যখন শক্ত একটা দেয়াল হয় জনমানুষের তখন সবাই কি অসীম সাহসে এগিয়ে যায় রাস্তার মাঝে,এত্ত বড় বড় দানব বাসগুলোকে উপেক্ষা করে, আমি মুগ্ধ চোখে তাকিয়ে থাকি। খুব অল্পখানিকটা সময়, পাশের মানুষটার সাথে মুখে কথা হয়না ঐ জটলায়। তবু তারা এক,একজনের জন্যই আরেকজন,একই লক্ষ্য, পেরিয়ে যাওয়া দানবের বাধা।

এত চমৎকার একতার দৃশ্য আমি খুব কম দেখেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।